TRENDING:

Higher Secondary Result 2025: চরম অভাব-অনটন, দিনরাত দোকান-অসুস্থ বাবাকে সামলেও দুর্দান্ত রেজাল্ট, নার্স হতে চায় বাংলার এই মেয়ে

Last Updated:

Higher Secondary Result 2025: নিজের ইচ্ছেতেই পড়াশোনা করে আজ সফল স্মৃতি। ইচ্ছে থাকলেও উপায় নেই পরিবারে। আর্থিক অসচ্ছলতা বাধা আগামী ভবিষ্যতে। আদৌ কি স্বপ্ন পূরণ করতে পারবে গ্রামের এই মেয়ে নাকি দাদার মত মাঝ পথেই বন্ধ হয়ে যাবে পড়াশোনা সে আশঙ্কা পরিবারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: ঘরে অভাব, বাবা বেশ কয়েক বছর ধরেই অসুস্থ। বাড়িতে ছোট্ট স্টেশনারি দোকান। পড়াশোনার ফাঁকে খেলাধুলো কিংবা শরীরচর্চা তো বাদই, সংসার চালাতে তাকে থাকতে হয় বাবার দোকানে। সাহায্য করে দিতে হয় মায়ের ঘরকন্যার কাজে। পরিবারে অভাব, প্রতিদিন বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে গিয়ে স্কুল টিউশন সামলেও, নিজের মনের জোর এবং অধ্যাবসায় উচ্চমাধ্যমিকে দুর্দান্ত ফল করেছে প্রত্যন্ত গ্রামের এক মেয়ে। বড় হয়েছে চায় নার্স হতে। জীবনের সঙ্গে প্রতিদিনের লড়াই, অভাবের সঙ্গে দিনযাপন এবং মনের সুপ্ত ইচ্ছেকে প্রতিষ্ঠা করার এই সংগ্রামকে সাধুবাদ জানিয়েছেন সকলে।।
advertisement

সদ্য প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। জেলা জুড়ে ভাল ফল হয়েছে পরীক্ষার্থীদের। তবে সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই এবং নিজের মনের জোরকে সঙ্গী করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে ৪১৪ নম্বর পেয়ে তাক লাগিয়েছে প্রত্যন্ত গ্রামের সাদামাটা এই মেয়ে। ছিপছিপে চেহারা, বাড়িতে মা বাবা দাদা মিলে চারজনের সংসার। অর্থের অভাবে দাদা বেশি দূর পড়াশোনা করতে পারেনি। তবে তারও আগামী ভবিষ্যৎ নিয়ে সন্ধিহান বাড়ির সকলে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের গোপালবাড় এলাকার এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী স্মৃতি দাস। দাঁতন ভাগবতচরণ হাই স্কুল থেকে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। তার প্রাপ্ত নম্বর ৪১৪।

advertisement

আরও পড়ুন-মে মাসেই ‘তোলপাড়’…! ১৮ বছর পর কুম্ভে ঢুকছে রাহু, দুর্লভ রাজযোগে খুলবে ভাগ্য, ৪ রাশিকে করবে রাজা, দু-হাত ভরিয়ে দেবেন অঢেল টাকা-সোনা-সম্পত্তি

ছোট্ট একচালা বাড়ি। আজ থেকে প্রায় কয়েক বছর আগে বাবা অসুস্থ হয়ে যায়, ছোট্ট দোকান এবং সামান্য চাষে চলে সংসার। দুই ছেলে মেয়ের পড়াশোনা চালানোর সহজসাধ্য ছিল না। স্মৃতির দাদা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও বেশি দূরে এগোতে পারেনি। তবে এবারে বিজ্ঞান বিভাগে ৪১৪ পেয়ে আগামীতে নার্স হওয়ার ইচ্ছে রয়েছে স্মৃতির। সংসার চালাতে এবং বাড়ি থেকে বেশ অনেকটা দূরের কারণে নিয়মিত আসতে পারত না বিদ্যালয়। সামান্য কয়েকটা টিউশনি এবং নিজের ইচ্ছেতে পড়াশুনা করে এতদূর এগিয়েছে সে। বাড়িতে মায়ের সঙ্গে প্রতিদিন কাজ করতে হত। থাকতে হয় দোকানে।

advertisement

আরও পড়ুন-‘আমি তখন প্রেগন্যান্ট, গর্ভে সন্তান, আর উনি অন্য মহিলার সঙ্গে ছিঃ…’, স্বামীর অত্যাচারে জীবন ‘নরক’, গোপনে বিয়ে করেই সর্বনাশ, চিনতে পারছেন নায়িকাকে?

তবুও বাঁধাধরা নিয়ম মেনে পড়াশোনা করেনি কখনও, নিজের ইচ্ছেতেই পড়াশোনা করে আজ সফল স্মৃতি। ইচ্ছে থাকলেও উপায় নেই পরিবারে। আর্থিক অসচ্ছলতা বাধা আগামী ভবিষ্যতে। আদৌ কি স্বপ্ন পূরণ করতে পারবে গ্রামের এই মেয়ে নাকি দাদার মত মাঝপথেই বন্ধ হয়ে যাবে পড়াশোনা সে আশঙ্কাই এখন পরিবারের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary Result 2025: চরম অভাব-অনটন, দিনরাত দোকান-অসুস্থ বাবাকে সামলেও দুর্দান্ত রেজাল্ট, নার্স হতে চায় বাংলার এই মেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল