TRENDING:

Recruitment 2021|| প্রচুর পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে এই স্বনামধন্য প্রতিষ্ঠান, বিস্তারিত জানুন এক ঝলকে...

Last Updated:

THDC India Limited has invited applications to offer apprenticeship: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, আগামী ২৯ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (Tehri Hydro Development Corporation Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস (apprentice) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

আবেদনের তারিখ:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, আগামী ২৯ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। বিশদ নোটিশের লিঙ্ক- https://thdc.co.in/sites/default/files/Aprenticeship-vphep21.pdf

advertisement

আরও পড়ুন: ব্রহ্মপুত্র ক্র্যাকার এবং পলিমার লিমিটেডে শতাধিক শূন্যপদে নিয়োগ! কীভাবে-কোথায় আবেদন করবেন? জানুন...

শূন্যপদের সংখ্যা:

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৪৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

শূন্যপদের বিস্তারিত বিবরণ:

শূন্যপদ সংখ্যা 
কম্পিউটার অপারেটর এবং পোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট
স্টেনোগ্রাফার/ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট
ড্রটসম্যান
ওয়ারম্যান
ফিটার
ইলেকট্রিশিয়ান
ইলেকট্রনিক্স মেকানিক্স
মেকানিক (আর্থ মুভিং মেশিনারি)
মেকানিক (আর& এম হেভি ভেহিকেল)
প্লাম্বার

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (Tehri Hydro Development Corporation Limited)
কোর্সের নাম অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা ৪৭
কাজের স্থান উত্তরাখণ্ড
কাজের ধরন সরকারি ট্রেনিং
নির্বাচন পদ্ধতি মেধার ভিত্তিতে
আবেদন প্রক্রিয়া শুরু বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি ও আইটিআই উত্তীর্ণ
বেতনক্রম কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ দিন ২৯.১২.২০২১

advertisement

শিক্ষাগত যোগ্যতা:

২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ শিক্ষাবর্ষে দশম এবং আইটিআই উত্তীর্ণরাই কেবল আবেদনের যোগ্য।

আরও পড়ুন: ইস্টার্ন রেলওয়ের অধীনে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন

নির্বাচন প্রক্রিয়া:

THDC ইন্ডিয়া লিমিটেডের তরফে প্রার্থীদের জানানো হয়েছে যে, কোনও ইন্টারভিউ হবে না, যোগ্য প্রার্থীদের নিজ নিজ ট্রেডে অর্থাৎ আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ও মেধার ভিত্তিতে বাছাই করা হবে (যদি প্রার্থীদের প্রাপ্ত নম্বর একই হয়, তাহলে উচ্চ বয়সের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে)।

advertisement

বিশেষ ঘোষণা:

কেবলমাত্র উত্তরাখণ্ডের ডোমিসাইল আছে এমন প্রার্থীরাই আবেদনের যোগ্য। প্রার্থীদের সবার প্রথমে www.apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করিয়ে তবে আবেদন করতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| প্রচুর পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে এই স্বনামধন্য প্রতিষ্ঠান, বিস্তারিত জানুন এক ঝলকে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল