TRENDING:

টেট নিয়ে বড় ঘোষণা! TET উত্তীর্ণ সার্টিফিকেটের বৈধতা কতদিন? সময়সীমা জানিয়ে দিল শিক্ষা পর্ষদ

Last Updated:

Primary TET Recruitment: একজন টেট উত্তীর্ণ পরীক্ষার্থী নিজের স্কোর বাড়ানোর জন্য ফের টেট দিতে পারেন। এক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই তেমনটাই নির্দেশিকা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রাথমিকের টেট নিয়ে বড় ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট উত্তীর্ণ হলেই সেই সার্টিফিকেট-এর মেয়াদ থাকবে সারা জীবন। এই মর্মে নতুন করে নির্দেশিকা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রসঙ্গত কেন্দ্রের তরফে যে সি-টেট নেওয়া হয় সেখানেও ঠিক একই নিয়মেই সার্টিফিকেটের মেয়াদ থাকে সারা জীবন। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ ও সেই পথে হেটেই কেন্দ্রের নিয়মকে মান্যতা দিল বলেই দাবি আধিকারিকদের।
প্রাথমিকের টেট নিয়ে বড় ঘোষণা
প্রাথমিকের টেট নিয়ে বড় ঘোষণা
advertisement

এতদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই ধরনের কোন নির্দেশিকা ছিল না বলেই পর্ষদ সূত্রে খবর। এর পাশাপাশি পর্ষদের তরফে আরও জানানো হয়েছে একজন টেট উত্তীর্ণ পরীক্ষার্থী নিজের স্কোর বাড়ানোর জন্য ফের টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট দিতে পারেন। এক্ষেত্রে সেই পরীক্ষার্থীর ওপর কোনও নিষেধাজ্ঞা নেই পরীক্ষা দেওয়ার জন্য।

আরও পড়ুন : তৈরি হবে 'শিশু সংসদ'! স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে ৯ দফা গাইডলাইন! কী রয়েছে সেই গাইডলাইনে

advertisement

প্রসঙ্গত টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেটের স্কোর প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেদিক থেকে দেখতে গেলে এই নির্দেশিকার জেরে চাকরিপ্রার্থীদের আরও সুবিধা হল বলেই মনে করা হচ্ছে। বিশেষত এই নির্দেশিকার জেরে আরও বহু সংখ্যক পরীক্ষার্থী নতুন করে টেট দিতেও চাইবে বলেও দাবি করছেন পর্ষদের আধিকারিকরা। ইতিমধ্যেই টেটের আবেদন পত্র কয়েক লক্ষ ছাড়িয়েছে বলেই পর্ষদ সূত্রে খবর। আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে প্রাথমিকের টেট দেওয়ার জন্য। ১১ ডিসেম্বর হবে প্রাথমিকের টেট পরীক্ষা। ইতিমধ্যেই টেটের আবেদন পত্র ৩ লক্ষ ছাপিয়ে গিয়েছে বলেই পর্ষদ সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন : রাজ্য জুড়ে স্কুলে স্কুলে এবার 'শিশু সংসদ'! আট দফা গাইডলাইন জারি স্কুল শিক্ষা দফতরের...

তবে সাম্প্রতিক সময় একাধিকবার নির্দেশিকা বদলের জেরে সেই আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছেন পর্ষদের আধিকারিকরা। শেষবার টেট হয়েছিল ২০২১ সালের ৩১ এ জানুয়ারি। এই টেটের এর আবেদনকারীর সংখ্যা ছিল আড়াই লক্ষ। অন্যদিকে ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের সিলেবাস কেমন হবে তা নিয়ে ও বিস্তারিত নির্দেশিকা সম্প্রতি দিয়েছে। ১৫০ নম্বরের প্রশ্ন থাকবে। ১৫০ টি প্রশ্নের উত্তর ১৫০ মিনিটেই করতে হবে। থাকবে না কোনো নেগেটিভ মার্কিং।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিপ্লবীরা এখানে তৈরি করতেন স্বাধীনতার রণনীতি, আজ সেই মন্দিরই ভক্তিপীঠ, মা কালীর অর্চনা হয়
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
টেট নিয়ে বড় ঘোষণা! TET উত্তীর্ণ সার্টিফিকেটের বৈধতা কতদিন? সময়সীমা জানিয়ে দিল শিক্ষা পর্ষদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল