রবিবার সকাল সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত সেন্টার প্রবেশের অনুমতি ছিল, তার পরে গেট বন্ধ করে ৪৫ মিনিট পরে ১১ টা ৪৫-এ প্রশ্নপত্র হাতে দেবার নির্দেশ আগেই দেওয়া হয় পর্ষদের তরফে। রবিবার সকাল এগারোটার পরেও দেখা গেল বেশ কিছু পরীক্ষার্থীদের। তাদের সামান্য একটু দেরি হবার কারণে প্রবেশের অনুমতি মিললেও দেখা গেল প্রায় ৪৫ মিনিট পরেও বেশ কিছু পরীক্ষার্থীকে আসতে।
advertisement
আরও পড়ুন: 'একদল চেষ্টা করেছিল...', প্রাথমিকের টেট শেষে বিস্ফোরক ব্রাত্য বসু! দিলেন বড় বার্তা
রবিবার বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলের গেট পর্ষদের দেওয়া সময়ে বন্ধ হলেও বেশ কিছু পরীক্ষার্থীর দেরি হবার পরেও প্রবেশের অনুমতি দেওয়া হয় কিন্তু পুনম কুমারী নামে এক মহিলা মহেশতলা থেকে এসেও প্রবেশের অনুমতি পেলেন না ওই স্কুলে। পুনম কুমারীর দাবি তিনি ১১টা ৪৭ মিনিটে আসার পর তাঁর বাগবাজারের সেন্টারে প্রবেশের অনুমতি মেলেনি, পুলিশকে বারবার বলার পরেও তার কোনভাবেই অনুমতি মেলেনি।
পুনম কুমারীর আরও দাবি ১১.৪৫ মিনিটে বেশ কিছু পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হলেও মাত্র দুই মিনিট পরে অর্থাৎ ১১.৪৭ মিনিটে কেন প্রবেশ করতে দেওয়া হবে না? এই দাবি তুলে সেন্টারের বাইরে বসে পরীক্ষা চলাকালীন পুরো সময়টায় কান্নাকাটি করলেন পুনম কুমারী।
আরও পড়ুন: টার্গেট ২০২৪! এবার লোকসভা নির্বাচনে ঝাঁপাবে অরবিন্দ কেজরিওয়ালের আপ
তার বক্তব্য, ট্রেন একটু সময়ের জন্য না পাবার ফলে বিকল্প ব্যবস্থা করতেই এই দেরি। সেন্টারের বাইরে কান্নাকাটি করার ফলে বিষয়টি পৌঁছায় উদ্বর্তন কতৃপক্ষের কাছে। দুপুরে পরীক্ষা শেষ হবার পরে পুনম কুমারীকে কসবায় ডেকে পাঠানো হলেও পরীক্ষায় বসার কোনও অনুমতি মেলেনি। যদিও পরীক্ষা শেষের পর বেশিরভাগ পরীক্ষার্থীর বক্তব্য, পরীক্ষা হল এবার দ্রুত রেজাল্ট প্রকাশ হলেই ভাল।