যে কলেজগুলির পরিচালন সমিতির মেয়াদ ৩০ শে জুন বা তারপরে শেষ হওয়ার কথা ছিল। সেই সময়সীমা বাড়িয়ে সেগুলির মেয়াদ ৩১ শে ডিসেম্বর পর্যন্ত করা হল। পরিচালন সমিতির যারা সদস্য রয়েছেন সভাপতি-সহ তাদের সবার মেয়াদই ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ান হল। নির্দেশিকায় এমনটাই উল্লেখ্য।
advertisement
সূত্রের খবর অনুযায়ী, নির্দেশিকায় উচ্চশিক্ষা দফতর আরও জানিয়েছে, ছাত্র-ছাত্রীদের স্বার্থে এবং কলেজের প্রশাসন সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয় সেই কারণেই এই মেয়াদ বাড়ানো হল। প্রসঙ্গত কসবার ল কলেজের গণধর্ষণ কাণ্ডের পরেই কলেজের পরিচালক সমিতি এবং ইউনিয়নের আধিপত্য প্রশ্নের মুখে। তারমাঝেই বড় ঘোষণা উচ্চ শিক্ষা দফতরের।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 10:14 PM IST