TRENDING:

Telangana Police Recruitment 2022: রাজ্য পুলিশে ১৬,১৬৪টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন বিস্তারিত!

Last Updated:

Telangana Police Recruitment 2022: প্রতিষ্ঠানের তরফে মোট ১৬,১৬৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি তেলঙ্গানা স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (Telangana State Level Police Recruitment Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনস্টেবল, সাব ইন্সপেক্টর সহ অন্যান্য পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা তেলঙ্গানা স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Telangana Police Recruitment 2022
Telangana Police Recruitment 2022
advertisement

Telangana Police Recruitment 2022: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ১৬,১৬৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা তেলঙ্গানা স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (Telangana State Level Police Recruitment Board)
পদের নাম কনস্টেবল, সাব ইন্সপেক্টর সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা ১৬,১৬৪
কাজের স্থান তেলঙ্গানা
কাজের ধরন সরকারি
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু বিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অনলাইন

advertisement

Telangana Police Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ

স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) সাব ইন্সপেক্টর অফ পুলিশ- ৪১৪টি পদ

স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) রিজার্ভ সাব ইন্সপেক্টর অফ পুলিশ- ৬৬টি পদ

স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) রিজার্ভ সাব ইন্সপেক্টর অফ পুলিশ (এসএআর সিপিএল, পুরুষ)- ৫টি পদ

স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) রিজার্ভ সাব ইন্সপেক্টর (টিএসএসপি, পুরুষ)- ২৩টি পদ

advertisement

তেলঙ্গানা স্টেট স্পেশাল প্রোটেকশন ফোর্স, সাব ইন্সপেক্টর (পুরুষ)- ১২টি পদ

আরও পড়ুন- বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীনে ৯০ পদে নিয়োগ! আজই আবেদন করুন

তেলঙ্গানা স্টেট ডিজাস্টার রেসপন্স অ্যান্ড ফায়ার সার্ভিসেস, স্টেশন ফায়ার অফিসার- ২৬টি পদ

প্রিজন অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, ডেপুটি জেলার (পুরুষ)- ৮টি পদ

স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (সিভিল)- ৪,৯৬৫টি পদ

advertisement

স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (এআর)- ৪,৪২৩টি পদ

স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (এসএআর সিপিএল, পুরুষ)- ১০০টি পদ

স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (টিএসএসপি, পুরুষ)- ৫,০১০টি পদ

তেলঙ্গনা স্টেট স্পেশাল প্রোটেকশন ফোর্স, কনস্টেবল- ৩৯০টি পদ

তেলঙ্গনা স্টেট ডিজাস্টার্স রেসপন্স অ্যান্ড ফায়ার সার্ভিসেস, ফায়ারম্যান- ৬১০টি পদ

প্রিজন অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, ওয়ার্ডার (পুরুষ)- ১৩৬টি পদ

advertisement

প্রিজন অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, ওয়ার্ডার (মহিলা)- ১০টি পদ

ইনফরমেশন টেকনোলজি এবং কমিউনিকেশন অর্গানাইজেশন, স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি, সাব ইন্সপেক্টর- ২২টি পদ

পুলিশ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন (পুরুষ), স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) সাব ইন্সপেক্টর- ৩টি পদ

ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো, স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) সাব ইন্সপেক্টর- ৮টি পদ

ইনফরমেশন টেকনোলজি এবং কমিউনিকেশন অর্গানাইজেশন, স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি, পুলিশ কনস্টেবল- ২৬২টি পদ

স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি, পুলিশ কনস্টেবল (মেকানিক্স, পুরুষ)- ২১টি পদ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি, পুলিশ কনস্টেবল (ড্রাইভার, পুরুষ)- ১০০টি পদ

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Telangana Police Recruitment 2022: রাজ্য পুলিশে ১৬,১৬৪টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন বিস্তারিত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল