Telangana Police Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১৬,১৬৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | তেলঙ্গানা স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (Telangana State Level Police Recruitment Board) |
পদের নাম | কনস্টেবল, সাব ইন্সপেক্টর সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ১৬,১৬৪ |
কাজের স্থান | তেলঙ্গানা |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
advertisement
Telangana Police Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) সাব ইন্সপেক্টর অফ পুলিশ- ৪১৪টি পদ
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) রিজার্ভ সাব ইন্সপেক্টর অফ পুলিশ- ৬৬টি পদ
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) রিজার্ভ সাব ইন্সপেক্টর অফ পুলিশ (এসএআর সিপিএল, পুরুষ)- ৫টি পদ
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) রিজার্ভ সাব ইন্সপেক্টর (টিএসএসপি, পুরুষ)- ২৩টি পদ
তেলঙ্গানা স্টেট স্পেশাল প্রোটেকশন ফোর্স, সাব ইন্সপেক্টর (পুরুষ)- ১২টি পদ
আরও পড়ুন- বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীনে ৯০ পদে নিয়োগ! আজই আবেদন করুন
তেলঙ্গানা স্টেট ডিজাস্টার রেসপন্স অ্যান্ড ফায়ার সার্ভিসেস, স্টেশন ফায়ার অফিসার- ২৬টি পদ
প্রিজন অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, ডেপুটি জেলার (পুরুষ)- ৮টি পদ
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (সিভিল)- ৪,৯৬৫টি পদ
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (এআর)- ৪,৪২৩টি পদ
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (এসএআর সিপিএল, পুরুষ)- ১০০টি পদ
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) পুলিশ কনস্টেবল (টিএসএসপি, পুরুষ)- ৫,০১০টি পদ
তেলঙ্গনা স্টেট স্পেশাল প্রোটেকশন ফোর্স, কনস্টেবল- ৩৯০টি পদ
তেলঙ্গনা স্টেট ডিজাস্টার্স রেসপন্স অ্যান্ড ফায়ার সার্ভিসেস, ফায়ারম্যান- ৬১০টি পদ
প্রিজন অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, ওয়ার্ডার (পুরুষ)- ১৩৬টি পদ
প্রিজন অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, ওয়ার্ডার (মহিলা)- ১০টি পদ
ইনফরমেশন টেকনোলজি এবং কমিউনিকেশন অর্গানাইজেশন, স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি, সাব ইন্সপেক্টর- ২২টি পদ
পুলিশ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন (পুরুষ), স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) সাব ইন্সপেক্টর- ৩টি পদ
ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো, স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি (এসসিটি) সাব ইন্সপেক্টর- ৮টি পদ
ইনফরমেশন টেকনোলজি এবং কমিউনিকেশন অর্গানাইজেশন, স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি, পুলিশ কনস্টেবল- ২৬২টি পদ
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি, পুলিশ কনস্টেবল (মেকানিক্স, পুরুষ)- ২১টি পদ
স্টাইপেন্ডারি ক্যাডেট ট্রেনি, পুলিশ কনস্টেবল (ড্রাইভার, পুরুষ)- ১০০টি পদ