TRENDING:

Tech Mahindra: আগের থেকেও ৩০ শতাংশ বেশি ফ্রেশার নিয়োগ করবে Tech Mahindra, জেনে নিন কী ভাবে আবেদন করবেন!

Last Updated:

Tech Mahindra আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ইন্টারনেট ও স্পেস টেকনোলজিতে দক্ষ ছেলেমেয়েদের নিয়োগ করবে তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অন্যান্য দেশের তুলনায় ভারতে ফ্রেশারদের কাজের সুযোগ বেশি দেওয়া হয়। একাজে অবশ্যই বড় ভূমিকা পালন করে IT সংস্থাগুলি। একাধিক রিপোর্টে দেখা গিয়েছে, কোভিড পরবর্তী পর্যায়ে ফ্রেশার নিয়োগের ক্ষেত্রে আরও অনেকটা এগোচ্ছে এই সংস্থাগুলি এবং আরও বেশি পরিমাণে ফ্রেশার নিয়োগের চেষ্টা করছে তারা। রিপোর্ট বলছে, দেশে যত ফ্রেশার নিয়োগ করা হয় প্রতি বছর তার ৩১ শতাংশই নিয়োগ করে IT সংস্থাগুলি। পাশাপাশি এদের ইনক্রিমেন্টও হয় অনেক বেশি। প্রায় ডবল ডিজিটে ইনক্রিমেন্ট আকর্ষণও করে অনেককে।
photo source collected
photo source collected
advertisement

এই ট্রেন্ডেই গা ভাসিয়ে এবার আগের থেকেও তিন গুণ বেশি পরিমাণে ফ্রেশার নিয়োগ করতে চলেছে Tech Mahindra। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ইন্টারনেট ও স্পেস টেকনোলজিতে দক্ষ ছেলেমেয়েদের নিয়োগ করবে তারা।

এবিষয়ে Tech Mahindra-র MD ও CEO পি গুরনানি জানিয়েছেন, এক চতুর্থাংশ সময়ে ৫২০০ জনকে নিয়োগ করা হয়েছে, যাতে তাদের কর্মক্ষমতা বাড়ে এবং কর্মী সংখ্যা বেড়ে ১.২৬ লাখে পৌঁছায়। এভাবেই আরও নিয়োগ হবে বলে তিনি জানাচ্ছেন এবং এই ধারাই বজায় থাকবে আগামী ফিসক্যাল বর্ষেও।

advertisement

প্রফিটের ক্ষেত্রে সম্প্রতি Tech Mahindra ৩৯.২ শতাংশ বেশি লাভ করেছে। জুন ২০২১-২২ বর্ষে তাদের নেট প্রফিট ১৩৫৩ কোটি টাকা। এক চতুর্থাংশ ক্ষেত্রে ৭ শতাংশ বেড়েছে লাভের পরিমাণ। সংস্থা আত্মবিশ্বাসী, আগামী বছরও তারা এই লাভ বজায় রাখবে বলে।

Tech Mahindra EdTech-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। যেখানে ৩০০০ গ্র্যাজুয়েটকে হাতে কলমে বিভিন্ন কাজ শেখানো হবে। এই এই প্রজেক্টে ট্রেনিং দেওয়া ছেলে মেয়েদের (যারা উত্তীর্ণ হবে ট্রেনিংয়ে) Tech Mahindra-এ কাজ করার সুযোগ দেওয়া হবে।

advertisement

কী ভাবে আবেদন করতে হবে?

Tech Mahindra-তে আবেদনে ইচ্ছুক হলে https://careers.techmahindra.com/-এ যেতে হবে, সেখানে সমস্ত তথ্য পাওয়া যাবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

ইচ্ছুক প্রার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশনে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে, তা হলেই আবেদন করা যাবে।

IT ক্ষেত্রে যাঁদের অভিজ্ঞতা রয়েছে তাঁদেরও চাকরি

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ফ্রেশারদের তো নিয়োগ করছেই এই সংস্থা, পাশাপাশি যাঁরা IT ক্ষেত্রে অভিজ্ঞ তাঁদেরও নিয়োগ করা হচ্ছে। সিনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেস্ট লিড ও সাপোর্ট কনসালট্যান্ট পদে শূন্যপদ রয়েছে। এই পদগুলিতেও আবেদনের জন্য Tech Mahindra-র অফিসিয়াল ওয়েবসাইটটি চেক করতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Tech Mahindra: আগের থেকেও ৩০ শতাংশ বেশি ফ্রেশার নিয়োগ করবে Tech Mahindra, জেনে নিন কী ভাবে আবেদন করবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল