এই ট্রেন্ডেই গা ভাসিয়ে এবার আগের থেকেও তিন গুণ বেশি পরিমাণে ফ্রেশার নিয়োগ করতে চলেছে Tech Mahindra। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ইন্টারনেট ও স্পেস টেকনোলজিতে দক্ষ ছেলেমেয়েদের নিয়োগ করবে তারা।
এবিষয়ে Tech Mahindra-র MD ও CEO পি গুরনানি জানিয়েছেন, এক চতুর্থাংশ সময়ে ৫২০০ জনকে নিয়োগ করা হয়েছে, যাতে তাদের কর্মক্ষমতা বাড়ে এবং কর্মী সংখ্যা বেড়ে ১.২৬ লাখে পৌঁছায়। এভাবেই আরও নিয়োগ হবে বলে তিনি জানাচ্ছেন এবং এই ধারাই বজায় থাকবে আগামী ফিসক্যাল বর্ষেও।
advertisement
প্রফিটের ক্ষেত্রে সম্প্রতি Tech Mahindra ৩৯.২ শতাংশ বেশি লাভ করেছে। জুন ২০২১-২২ বর্ষে তাদের নেট প্রফিট ১৩৫৩ কোটি টাকা। এক চতুর্থাংশ ক্ষেত্রে ৭ শতাংশ বেড়েছে লাভের পরিমাণ। সংস্থা আত্মবিশ্বাসী, আগামী বছরও তারা এই লাভ বজায় রাখবে বলে।
Tech Mahindra EdTech-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে একটি নতুন প্রজেক্ট শুরু করেছে। যেখানে ৩০০০ গ্র্যাজুয়েটকে হাতে কলমে বিভিন্ন কাজ শেখানো হবে। এই এই প্রজেক্টে ট্রেনিং দেওয়া ছেলে মেয়েদের (যারা উত্তীর্ণ হবে ট্রেনিংয়ে) Tech Mahindra-এ কাজ করার সুযোগ দেওয়া হবে।
কী ভাবে আবেদন করতে হবে?
Tech Mahindra-তে আবেদনে ইচ্ছুক হলে https://careers.techmahindra.com/-এ যেতে হবে, সেখানে সমস্ত তথ্য পাওয়া যাবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
ইচ্ছুক প্রার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশনে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে, তা হলেই আবেদন করা যাবে।
IT ক্ষেত্রে যাঁদের অভিজ্ঞতা রয়েছে তাঁদেরও চাকরি
ফ্রেশারদের তো নিয়োগ করছেই এই সংস্থা, পাশাপাশি যাঁরা IT ক্ষেত্রে অভিজ্ঞ তাঁদেরও নিয়োগ করা হচ্ছে। সিনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেস্ট লিড ও সাপোর্ট কনসালট্যান্ট পদে শূন্যপদ রয়েছে। এই পদগুলিতেও আবেদনের জন্য Tech Mahindra-র অফিসিয়াল ওয়েবসাইটটি চেক করতে হবে।