ভিডিওতে দেখা গিয়েছে, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মালা দিয়ে পাশে বসানো টেবিল, আর তার পাশেই বাজছে “সারা রাতটা হুলুক ভুলুক করে কাটালি”, “টুম্পা সোনা হাম্পি দেনা”, এমনকি “লুঙ্গি ডান্স”-এর মতো গান। তালে তালে কোমর দুলিয়ে নেচেছেন বহু শিক্ষার্থী। ঘটনাটি প্রকাশ্যে আসতেই জেলার শিক্ষিত মহল থেকে রাজনৈতিক অঙ্গন— সর্বত্র নিন্দার ঝড় উঠেছে।
advertisement
দাউদাউ জ্বলছে সরকারি বাস! যাত্রীরা যা করলেন… বাগুইহাটির ব্যস্ত রাস্তায় ত্রাস!
আপনি কি মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর? বিরাট কাজের সুযোগ আইআইটিতে, জানুন!
প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ১৮০ জন বেকার যুবক-যুবতী হোটেল ম্যানেজমেন্ট, সেলাই, রূপচর্চা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। অভিযোগ, শিক্ষক দিবসের পরদিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর সন্ধ্যার অনুষ্ঠানেই ওই ভিডিও ধারণ করা হয়েছে।
যদিও কেন্দ্রে ভারপ্রাপ্ত প্রশিক্ষক গৌরাঙ্গ মন্ডল দাবি করেছেন, এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। অন্যদিকে সিমলাপালের বিডিও জানিয়েছেন, ভিডিও নজরে এসেছে, তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির অভিযোগ— সরকার যুব সমাজকে দিশাহীন করে তুলছে বলেই এই ধরনের ঘটনা ঘটছে। তৃণমূল পাল্টা বলেছে, ভিডিওর সত্যতা খতিয়ে দেখুক সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র, তদন্তেই সব পরিষ্কার হবে।