আবেদন করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত মানতে হবে। শিক্ষক নিয়োগ হতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের নামকরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাউন্ট লিটেরা জি স্কুলে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং কমার্স, এই তিনটি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বি.এড ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সিবিএসই বোর্ড অনুমোদিত স্কুলে অন্তত পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
advertisement
আরও পড়ুনঃ শীতে কল খুললেই গরম জল চান? গিজারের দরকার নেই, প্রাকৃতিক ‘এই’ কাজে বাড়ির ট্যাঙ্কের জল থাকবে উষ্ণ
শুধু শিক্ষক পদ নয়, বিদ্যালয়ে হোস্টেল ওয়ার্ডেন পদেও নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। ছাত্রছাত্রীদের তদারকি, শৃঙ্খলা বজায় রাখা এবং হোস্টেল পরিচালনার অভিজ্ঞতা থাকলে তা বাড়তি সুবিধা হিসেবে ধরা হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দায়িত্ববান ও অভিজ্ঞ ব্যক্তিকেই এই পদের জন্য বেছে নেওয়া হবে। তাই যোগ্য ও দক্ষ প্রার্থীদেরই আবেদন করতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ ৬০ বছরেও টানটান যৌবন! এই সবুজ পাতায় শারীরিক শক্তি হবে দ্বিগুণ! এই শাক ভাজা খেলে আপনি রাজা
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজ্ঞান চৌধুরী জানান, নিয়োগ প্রক্রিয়া হবে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে। পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে। বেতন প্রসঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থীর অভিজ্ঞতার উপর ভিত্তি করে আকর্ষণীয় বেতন দেওয়া হবে। আগের বেতনের তুলনায় বেশি বেতন অফার করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। আবেদন করতে হলে আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রার্থীকে তাঁর সম্পূর্ণ জীবনপঞ্জি ই-মেইল করতে হবে। ই-মেইল পাঠাতে হবে mlzs.contai@mountlitera.com ঠিকানায়। যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।






