আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের লিখিত ভাবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ ডিসেম্বর, ২০২১ তারিখ। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা:
advertisement
প্রার্থীকে সামাজিক এবং নেতৃত্বের দক্ষতার পাশাপাশি মিশন মোডে বিস্তৃত স্কুল পরিদর্শন এবং সময়ে সময়ে প্রশিক্ষণ/ওয়ার্কশপ আয়োজন করতে সক্ষম হতে হবে।
বিশদ নোটিশের লিঙ্ক- https://ssa.assam.gov.in/sites/default/files/swf_utility_folder/departments/ssam_medhassu_in_oid_5/latest/1._crcc_advertisement_2021-for_upload_in_website.pdf
NCTE স্বীকৃত পেশাদার যোগ্যতা সহ UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (২ বছরের D.El.Ed./ B.Ed. ইত্যাদি) । ডিমা হাসাও, করবি অ্যাংলং এবং পশ্চিম করবি অ্যাংলং জেলার ক্ষেত্রে, ন্যূনতম যোগ্যতা UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। কামরূপ এবং গোয়ালপাড়া জেলার গারো মাঝারি ক্লাস্টারের ক্ষেত্রে, ন্যূনতম যোগ্যতা UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। কম্পিউটার লিটারেট (MS-Word, MS-Excel, MS-PowerPoint, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি), SSA/ RMSA-তে অভিজ্ঞতা (অন্তত ৩ বছরের জন্য) রয়েছে এমন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (সরকারি/ প্রাদেশিক স্কুলে সহকারী শিক্ষক হিসাবে শিক্ষকতার অভিজ্ঞতা ব্যতীত)।
আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! ভারতীয় রেলে শীঘ্রই প্রচুর নিয়োগ, দেরি না করে আজই আবেদন করুন...
বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | অসম সমগ্র শিক্ষার (Samagra Shiksha Assam) |
পদের নাম | ক্লাস্টার রিসোর্স সেন্টার কো-অর্ডিনেটর |
শূন্যপদের সংখ্যা | কিছু জানানো হয়নি |
কাজের স্থান | অসম |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক (২ বছরের D.El.Ed./ B.Ed.) |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ দিন | ২৪.১২.২০২১ |
গুরুত্বপূর্ণ তারিখ:
লিখিত পরীক্ষার তারিখ- ৩০.১২.২০২১ তারিখের পূর্বের লিখিত পরীক্ষার তারিখ নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন? জানুন...
অ্যাডমিট কার্ড- এসএসএ-র ডিস্ট্রিক মিশন অফিস থেকে ৩০.১২.২০২১ তারিখে অ্যাডমিট কার্ড দেওয়া হবে
ডকুমেন্ট ভেরিফিকেশন- প্রার্থীদের প্রদত্ত তথ্য অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে ১৯.০১.২০২২ তারিখে।