বিঘ্নেশের সাফল্যের খবরে উচ্ছ্বসিত জোম্যাটো-ও৷ পরিবারের সঙ্গে তাঁর ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে৷ জোম্যাটো লিখেছে, ‘‘বিঘ্নেশকে কুর্নিশ জানান৷ সবে মাত্র তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় তিনি সফল হয়েছেন৷ জোম্যাটো ডেলিভারি পার্টনার হিসেবে কর্মরত অবস্থায় তিনি এই পরীক্ষায় সফল হয়েছেন৷’’
মুহূর্তের মধ্যে এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে৷ তাঁর এই কৃতিত্বের জন্য নেটিজেনরা অভিনন্দন জানিয়েছেন বিঘ্নেশকে৷
একইসঙ্গে একাধিক কাজ করার জন্য বাহবা জানানো হয়েছে তাঁকে৷ কেউ কেউ লিখেছেন বিঘ্নেশ এ বার নিজেই জোম্যাটো-তে খাবার অর্ডার করবেন৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 10:00 AM IST