পাশাপাশি সূত্রের খবর এক্সিকিউটিভ কমিটি মোহনবাগানের আরও কিছু অংশ অন্তর্ভুক্ত করতে চায় পাঠক্রমে। সেই কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে আরও কিছু প্রস্তাব দিতে পারে মোহনবাগান ক্লাব। গতকালই নিউজ এইট্টিন বাংলা জানিয়েছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবের ইতিহাসকে পাঠক্রমে যুক্ত করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
১০ বছর পর ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সিলেবাসে বদল আনা হয়েছে। শিক্ষাবিদরা সর্বভারতীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করেছেন নতুন সিলেবাস। ১১ বছর আগে শেষ সিলেবাস সংশোধন হয়েছিল। শিক্ষা দফতর সূত্রে খবর এই সিলেবাসে একাদশ শ্রেণির বইতে এবার থেকে থাকছে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মতো ফুটবল ক্লাবের ইতিহাস। যে ফুটবল নিয়ে বাঙালির গর্ব, সেই ফুটবলের নানা গল্প থাকবে বইতে।একাদশের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হচ্ছে।