৫ই জুন থেকে স্কুল খোলার নির্দেশিকা জারি করা হলেও গত ২ রা মে থেকে ছুটির জন্য যে ক্লাসের ক্ষতি হয়েছে অতিরিক্ত ক্লাস করিয়ে সেই ক্ষতি মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের এই মর্মে চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
আরও পড়ুন: ‘পার্থই কিংপিন’ আদালতে অর্পিতার দাবি, প্রশ্ন শুনতেই যা ‘করলেন’ পার্থ…! চমকে গেল সবাই
টানা গরমের ছুটির জন্য যে ক্লাসের ক্ষতি হয়েছে, স্কুল ছুটির পরে অতিরিক্ত ক্লাস করাতে হবে বলেও শিক্ষক শিক্ষকদের বার্তা দিয়ে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলে শৃঙ্খলা মেনে চলতে হবে। টিফিন টাইমে স্কুলের স্বার্থে ব্যবহার করতে হবে। স্কুল চলাকালীন সময় স্কুলের বাইরে বেরোতে হলে অনুমতি নিতে হবে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার। এই মর্মেও নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।