TRENDING:

Success Story: টালির ঘর, সংসারে নুন আনতে পান্তা ফুরায়, WBCS পরীক্ষায় সফল দরিদ্র মাঝির ছেলে আরিফ

Last Updated:

জলঙ্গির প্রত্যন্ত সীমান্ত এলাকার মাঝির ছেলে আরিফ মণ্ডল। সমস্ত প্রতিকূলতাকে জয় করে অনন্য সাফল্য আরিফের! উত্তীর্ণ হয়েছেন WBCS ( ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস) পরীক্ষায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: জলঙ্গির প্রত্যন্ত সীমান্ত এলাকার মাঝির ছেলে আরিফ মণ্ডল। সমস্ত প্রতিকূলতাকে জয় করে অনন্য সাফল্য আরিফের! উত্তীর্ণ হয়েছেন WBCS ( ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস) পরীক্ষায়।  মুর্শিদাবাদের জলঙ্গির দয়ারামপুরের বাসিন্দা আরিফ মণ্ডলের WBCS পরীক্ষায় র‍্যাঙ্ক ২১।
advertisement

ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী আরিফ। বাবা কালু মণ্ডল মাঝির কাজ করেন। সংসারে বিত্যদিনের অভাব-অনটন। কোনওরকমে সংসার চলে। মা আফরোজা বিবি গৃহবধূ। সংসারে চরম আর্থিক প্রতিকূলতা থাকলেও ছেলের পড়াশোনায় কখনও বাধা আসতে দেননি স্বামী স্ত্রী দু’জনেই। ধার-দেনা করেও ছেলের পড়াশোনা চালিয়ে গিয়েছেন।

WBCS পরীক্ষার রেজাল্ট  বার হতেই খুশির হাওয়া আরিফের পরিবারে। গর্বিত পরিবার-সহ গ্রামবাসীরা। খবর পাওয়ামাত্র আরিফ ও তাঁর পরিবারকে জলঙ্গি থানায় ডেকে সংবর্ধনা জানান ডোমকলের এসডিপিও শুভম বাজাজ-সহ জলঙ্গি থানার পুলিশ। আরিফ মণ্ডল জানান, ” প্রত্যন্ত গ্রাম্য এলাকায় মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষদের সমস্যাগুলো খুব কাছে থেকে দেখেছি। সেইসব সমস্যা সমাধানে সাধারণ মানুষকে পরিষেবা দিতেই WBCS-এর পথ বেছে নেওয়া।” এসডিপিও শুভম বাজাজ বলেন, ” আরিফ গোটা জেলার গর্ব। প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠুক আরিফ।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: টালির ঘর, সংসারে নুন আনতে পান্তা ফুরায়, WBCS পরীক্ষায় সফল দরিদ্র মাঝির ছেলে আরিফ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল