অনলাইনের সমর্থক রিন্টু চক্রবর্তী বলেন, "এখানে সিংহভাগ ছাত্রছাত্রীই অনলাইনে পরীক্ষা দিতে চায়। সেই পরীক্ষা যে রকম ভাবে কর্তৃপক্ষ চাইবে ছাত্রছাত্রীরা সেই ভাবেই দেবে। বেশিরভাগ ক্লাসই তো অনলাইনেই হয়েছে। অফলাইনে কটা ক্লাস হয়েছে?"
আরও পড়ুন: ১০০ দিনের প্রশিক্ষণপ্রাপ্ত 'এই' শ্রমিকরা এ বারে কী কাজ পাবেন? জানুন আপনিও...
অন্যদিকে, অফলাইনে পরীক্ষা দিতে চাওয়া ছাত্রী অভিপ্সা চক্রবর্তী বলেন, "অফলাইনে পরীক্ষা দিতে অসুবিধা কোথায়? পড়াশোনা করলে অফলাইনে পরীক্ষা দিতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। বরং অনলাইনে পরীক্ষা না হলে চলবে না এই দাবিতে অনড় থাকলে লোকে সন্দেহ করবে টুকলি করার ইচ্ছা আছে বলে। আমি চাই পরীক্ষা হোক অফলাইনে স্বচ্ছতার সাথে। যে ভাবে আমরা পরীক্ষা দিতে অভ্যস্ত।"
advertisement
যদিও সূত্রের খবর, দীর্ঘ বৈঠকের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, অনার্স পরীক্ষা হবে অফলাইনে। বাকি বিষয়গুলো সংশ্লিষ্ট বিভাগ সিদ্ধান্ত নেবে। যদিও নিজেদের দাবিতে অনড় অনলাইনে পরীক্ষা দিতে চাওয়া ছাত্রছাত্রীরা। শুধুমাত্র এক জায়গায় নয়। এই দাবি নিয়ে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় জটিতলার সৃষ্টি হয়েছে।
UJJAL ROY