এই ৪৭০ জন পরীক্ষার্থীর মধ্যে দু’জন বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াকে বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দেখা গেল। পড়াশোনা করার অদম্য ইচ্ছা আজ তাঁদের এই স্কুল পর্যন্ত নিয়ে এসেছে। তাঁদের মনের জোর যে অপরিসীম, তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
জানা যায়, দুই পড়ুয়ার মধ্যে একজনের নাম রমেন চৌধুরী। রমেন তাঁর দাদার পিঠে চেপে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে আসেন। তিনি রাইটারের সাহায্য নিয়ে পরীক্ষা দিয়েছেন। রমেন জানান তাঁর পরীক্ষাও ভাল হয়েছে। অন্যদিকে অপর একজনের নাম কিশলয় মোদক। কিশলয় তাঁর বাবার কোলে চেপে পরীক্ষা দিতে আসেন। রাইটারের সাহায্য না নিয়েই নিজে লিখেই পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন কিশলয়। তিনিও জানান, তাঁর পরীক্ষা মোটামুটি ভালই হয়েছেন। রমেন এবং কিশলয়, এঁরা দুজনেই সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলে জানা যায়। অদম্য ইচ্ছা শক্তি থাকলে কোনও কিছু করাই যে অসম্ভব নয়, তা আজ রমেন আর কিশলয় আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন।
বনোয়ারীলাল চৌধুরী