TRENDING:

নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই বড় পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের, জরুরি 'অনুরোধ' জানিয়ে রাজ্য পুলিশকে চিঠি!

Last Updated:

SSC: এসএসসি অফিসকে সচল করার জন্য রাজ্য পুলিশকে চিঠি স্কুল সার্ভিস কমিশনের। এই মর্মে রাজ্য পুলিশকে চিঠি পাঠাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। প্রায় একমাস ধরে এসএসসি অফিসের সামনে একাধিক সংগঠনের অবস্থান-বিক্ষোভ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসএসসি অফিসকে সচল করার জন্য রাজ্য পুলিশকে চিঠি স্কুল সার্ভিস কমিশনের। এই মর্মে রাজ্য পুলিশকে চিঠি পাঠাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। প্রায় একমাস ধরে এসএসসি অফিসের সামনে একাধিক সংগঠনের অবস্থান-বিক্ষোভ। তার জেরে কাজ ব্যাহত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের। এই কথা জানিয়ে অবিলম্বে দফতর সচল করতে তৎপর কমিশন।
স্কুল সার্ভিস কমিশন
স্কুল সার্ভিস কমিশন
advertisement

এসএসসি অফিসে গত একমাসে একাধিকবার ঘেরাও হয়েছে। আগামী দিনে এই ধরনের কর্মসূচি চলতে থাকলে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সময়সীমা মোতাবেক নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়।

তাই এসএসসি অফিসের যাওয়ার ও বেরোনোর গেট সচল রাখার জন্য অনুরোধ জানিয়ে রাজ্য পুলিশকে চিঠি এসএসসি চেয়ারম্যানের। এমনটাই এসএসসি সূত্রে খবর।

আরও পড়ুন: ‘চায়ে-চায়ে, চা নেবেন…’! মাঝরাতে ট্রেনের 3AC কোচে হাক দিল হকার, আচমকা ‘লাইট’ জ্বালিয়ে যা করে বসলেন ‘প্যাসেঞ্জার’, নিমেষে ঘাম ছুটল চা-ওয়ালার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'এখান' থেকেই শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো! রাজা কৃষ্ণচন্দ্র যা পেয়েছিলেন...
আরও দেখুন

এসএসসি অফিসের কর্মচারীদের কাজ করতে যাতে কোন অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। সূত্রের খবর, চেয়ারম্যান জানিয়েছেন প্রায় গত এক মাস ধরে তিনি দফতরে যেতে পারছেন না এই অবস্থান বিক্ষোভের জন্য। তার জেরে কাজ ব্যাহত হচ্ছে বিশেষ ভাবে। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবার পর একাধিক কাজ এসএসসি দফতরকে করতে হবে। রাজ্য পুলিশকে পাঠানো চিঠিতে তেমনটাই উল্লেখ করা হয়েছে এসএসসির তরফে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই বড় পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের, জরুরি 'অনুরোধ' জানিয়ে রাজ্য পুলিশকে চিঠি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল