একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলেই শুরু হবে নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন। এমনই সিদ্ধান্ত নিয়েছে School Service Commission। ফলে চলতি বছরে আর নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন বা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে না।
প্রত্যেক বিধানসভায় ১১টা করে শুনানি কেন্দ্র, SIR-এ ডাক পেলে কী কী করা হবে? ৩২ লক্ষ ভোটারকে নোটিস
advertisement
স্ত্রীর নামে পোস্টঅফিসে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোসিট করলে ২ বছরে কত টাকা মিলবে?
ইতিমধ্যেই নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ ও ভেরিফিকেশন তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। প্রায় ৪০ হাজার চাকরিপ্রার্থীর নাম রয়েছে ওই তালিকায়। তবে একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন করে প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর ভেরিফিকেশন ও ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় সেই প্রক্রিয়া কিছুটা দীর্ঘায়িত হয়েছে।
কমিশন সূত্রে খবর, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হবে। তার পরেই পর্যায়ক্রমে নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন শুরু করবে এসএসসি।
এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নবম–দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে কমিশনের দাবি, ধাপে ধাপে প্রক্রিয়া সম্পন্ন করলেই নিয়োগ সংক্রান্ত জটিলতা এড়ানো সম্ভব হবে।
