সপ্তম কাউন্সেলিং-এর বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। ২০১৬-এর এসএলএসটির উচ্চ প্রাথমিকের এখনও ১৪১০ কাউন্সেলিং বাকি।
১১ জুন সকাল ১১ টা থেকে এই কাউন্সেলিং গ্রহণ করা হবে। উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং-এর জন্য ১২১ জন প্রার্থীকে ডাকা হয়েছে। কোন কোন প্রার্থী ডাক পাবেন এবং কোন কোন বিদ্যালয় সুযোগ পাবে সেই তথ্য আপলোড করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ ২০২৫-এর দিনক্ষণ ঘোষণা, কারা পাবেন এই বৃত্তি? যোগ্যতা-ফি বিশদে জানুন
এখনও পর্যন্ত ডাকা হয়েছে–
- প্রথম কাউন্সেলিং ৮৭৪৯
- দ্বিতীয় কাউন্সেলিং ২৫৯৫
- তৃতীয় কাউন্সেলিং ৭২৪
- চতুর্থ কাউন্সেলিং ২৬১
- পঞ্চম কাউন্সেলিং ১৫৩
- ষষ্ঠ কাউন্সেলিং ৭২
- সপ্তম কাউন্সেলিং ১২১
সাতটি কাউন্সেলিংয়ে এই সংখ্যক প্রার্থীকে ডাকা হয়েছে। আপাতত তিন দফায় সাতটি কাউন্সেলিংয়ে ডাকা হল ১২৬৭৫ জন প্রার্থীকে। তার মধ্যে আবার সুপারিশপত্র গ্রহণ করেছেন ৯৫১৭ জন। তাদের মধ্যে ৫০০ বেশি প্রার্থী বিদ্যালয়ে যোগদান করেনি। আর মেধাতালিকায় অন্তর্ভুক্ত রইল ১২৮৯ জন প্রার্থী। তাঁদের ডিভিশন বেঞ্চের নির্দেশ বহাল রয়েছে চাকরি সুনিশ্চিত করার।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়