সূত্রের খবর, রাজ্যের শীর্ষস্তর থেকে প্যানেল প্রকাশের জন্য ইতিমধ্যেই সবুজ সংকেত মিলেছে। তারপরই দ্রুত পদক্ষেপ করেছে স্কুল সার্ভিস কমিশন। একাদশ ও দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে এসএসসি। এখন শুধু চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের অপেক্ষা।
advertisement
গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। চাকরি হারান ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এসএসসি-কে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় শীর্ষ আদালত। ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলে। একইসঙ্গে ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বলে জানায় সুপ্রিম কোর্ট। ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতনও পাবেন তাঁরা।
দীর্ঘদিন ধরে একাদশ ও দ্বাদশ স্তরে শিক্ষক ঘাটতির সমস্যায় ভুগছিল রাজ্যের বহু স্কুল। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন শিক্ষা মহলের একাংশ। একই সঙ্গে বিধানসভা ভোটের আগে এই শিক্ষক নিয়োগকে ঘিরে রাজনৈতিক মহলেও যথেষ্ট গুরুত্ব পাচ্ছে বিষয়টি।
