TRENDING:

SSC Teacher Recruitment: বিধানসভা ভোটের আগেই বড় নিয়োগ! একাদশ-দ্বাদশের শিক্ষক চূড়ান্ত প্যানেল প্রকাশে সবুজ সংকেত এসএসসি-র

Last Updated:

SSC Teacher Recruitment: বিধানসভা ভোটের আগেই রাজ্যের স্কুলগুলিতে বড়সড় শিক্ষক নিয়োগের পথে হাঁটছে রাজ্য সরকার। একাদশ ও দ্বাদশ স্তরে নয়া শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ বিধানসভা ভোটের আগেই রাজ্যের স্কুলগুলিতে বড়সড় শিক্ষক নিয়োগের পথে হাঁটছে রাজ্য সরকার। একাদশ ও দ্বাদশ স্তরে নয়া শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। মোট ১২,৫১৪টি শূন্য পদের জন্য এই প্যানেল প্রকাশ করা হবে।
আবেদন করা যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে থেকে প্রায় ৯৫ শতাংশ ডাক পেলেন ইন্টারভিউতে।
আবেদন করা যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে থেকে প্রায় ৯৫ শতাংশ ডাক পেলেন ইন্টারভিউতে।
advertisement

সূত্রের খবর, রাজ্যের শীর্ষস্তর থেকে প্যানেল প্রকাশের জন্য ইতিমধ্যেই সবুজ সংকেত মিলেছে। তারপরই দ্রুত পদক্ষেপ করেছে স্কুল সার্ভিস কমিশন। একাদশ ও দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে এসএসসি। এখন শুধু চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের অপেক্ষা।

আরও পড়ুনঃ ঘোষণা হল গোল্ডেন গ্লোব ২০২৬-এর বিজয়ীদের নাম, চমক ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’! শিরোনামে ‘অ্যাডোলেসেন্স’

advertisement

গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। চাকরি হারান ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এসএসসি-কে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় শীর্ষ আদালত। ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলে। একইসঙ্গে ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বলে জানায় সুপ্রিম কোর্ট। ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতনও পাবেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পটাশপুরে ৪ দিনের জমাটি ক্রিকেট টুর্নামেন্ট! ব্যাট-বলের লড়াই দেখতে জনসমুদ্র
আরও দেখুন

দীর্ঘদিন ধরে একাদশ ও দ্বাদশ স্তরে শিক্ষক ঘাটতির সমস্যায় ভুগছিল রাজ্যের বহু স্কুল। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন শিক্ষা মহলের একাংশ। একই সঙ্গে বিধানসভা ভোটের আগে এই শিক্ষক নিয়োগকে ঘিরে রাজনৈতিক মহলেও যথেষ্ট গুরুত্ব পাচ্ছে বিষয়টি।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Teacher Recruitment: বিধানসভা ভোটের আগেই বড় নিয়োগ! একাদশ-দ্বাদশের শিক্ষক চূড়ান্ত প্যানেল প্রকাশে সবুজ সংকেত এসএসসি-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল