TRENDING:

SSC Supreme Court Verdict: 'যোগ্যরা কেন শাস্তি পাবে?' চাকরি হারিয়ে অথৈ জলে স্বামী-স্ত্রী দুজনেই, সম্বল কেবল চোখের জল

Last Updated:

SSC Supreme Court Verdict: আদালত রায় দিলেও সরকার বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত তাঁরা স্কুলে আসবেন। সরকারের পদক্ষেপের উপরেই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে বলে জানালেন দেবশ্রী সাহা। তিনি উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ আদালত রায় দিলেও সরকার বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত তাঁরা স্কুলে আসবেন। সরকারের পদক্ষেপের উপরেই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে বলে জানালেন দেবশ্রী সাহা। তিনি উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা। বারুইপুরের সীতাকুণ্ড বিদ্যায়তন স্কুলের বায়োলজির টিচার।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ কালবৈশাখী-শিলাবৃষ্টির তাণ্ডব দক্ষিণের ২ জেলায়! ৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া! ভয়ঙ্কর বজ্রপাতে ফালা ফালা আকাশ

রায় নিয়ে কিছু বলার মত মানসিকতা নেই। তিনি বলেন, ‘আমি পরীক্ষা দিয়ে প্রথম এই চাকরিটাই পাই। আমি এবং আমার স্বামী দুজনেই একই প্যানেলে চাকরি পাই আমাদের দুজনেরই চাকরি চলে গিয়েছে। রাজ্য সরকার এখন কি সিদ্ধান্ত নেয় সে দিকেই তাকিয়ে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘বাড়িতে সন্তান বাবা-মা শ্বশুর-শাশুড়ি সকলে রয়েছে এবং প্রত্যেকেই আমাদের উপর নির্ভরশীল। আদালত রায় দিলেও সরকার কী সিদ্ধান্ত জানাই তার উপরেই পরবর্তী সিদ্ধান্ত নেব।

advertisement

আরও পড়ুনঃ দিনে-রাতে বারবার গ্রিন টি খাচ্ছেন! অজান্তেই মারণ রোগ ডাকছেন না তো? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যোগ্য অযোগ্যদের বাছাই করা গেল না তাঁর দায়ী যোগ্যরা কেন নেবে। আমরা তো কোন দোষ করিনি। এমনটাই জানান অংকের শিক্ষিকা অঙ্কিতা ধর। তার একটি দেড় বছরের সন্তানও রয়েছে। বারুইপুরের সীতাকুন্ডু বিদ্যায়তন স্কুলের এই বিদ্যালয়ের একসঙ্গে ছয় জনের চাকরি গিয়েছে। তার মধ্যে তিনজন শিক্ষক ও তিনজন শিক্ষিকা।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Supreme Court Verdict: 'যোগ্যরা কেন শাস্তি পাবে?' চাকরি হারিয়ে অথৈ জলে স্বামী-স্ত্রী দুজনেই, সম্বল কেবল চোখের জল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল