এই শিক্ষক সংকটের প্রভাব পড়েছে খেজুরির কলাগেছিয়া জগদ্বীশ বিদ্যাপীঠেও। হঠাৎ করে শিক্ষক কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষকেরা। বিদ্যালয়ের ২৮ জন শিক্ষকের মধ্যে ৯ জন শিক্ষকের চাকরি চলে যাওয়ার পাশাপাশি চাকরি বাতিল হয়েছে দুই অশিক্ষক কর্মীরও। আর তার জেরেই প্রবল সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বল খেলায় ভাই-বোনের ঝগড়া, ১১-র শিশুকে কুপিয়ে খুন করল কাকা! কোথায়?
advertisement
বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা ২২০০। স্কুলে এই সময় চলছে পরীক্ষা। আর তার জেরে পঠন-পাঠন কার্যত শিকে উঠেছে। বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের এই রায়ের পরই স্কুলে কোন শিক্ষকই আসেননি।
আরও পড়ুন: এক ক্যান্সার পেশেন্টের চাকরি রাখলেও, সুপ্রিম নির্দেশে চাকরিহারা ব্লাডক্যান্সার আক্রান্ত
তবু, বাতিলদের তালিকায় থাকা সত্ত্বেও একজন গ্রুপ ডি কর্মী শিক্ষকদের অনুরোধে স্কুলে আসেন। এছাড়াও বিষয়ভিত্তিক কোনো শিক্ষক না থাকায় আগামীদিনে কিভাবে ক্লাস হবে সেই নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ।
