আগামী ২০ সেপ্টেম্বর থেকে পরীক্ষার্থীরা এই মডেল উত্তরপত্র নিয়ে নিজেদের মতামত জানিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন৷ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন পরীক্ষার্থীরা৷ তার জন্য ১০০ টাকা করে জমা করতে হবে পরীক্ষার্থীদের৷ বিশেষজ্ঞ কমিটির সুপারিশে তাদের মতামত সঠিক হলে সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এ দিন এসএসসি-র পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে৷
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশেই নতুন করে নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে এসএসসি৷ নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে মরিয়া স্কুল সার্ভিস কমিশন৷ সেই কারণেই মডেল উত্তরপত্র প্রকাশ করল কমিশন৷
নবম-দশমের নিয়োগ পরীক্ষার পর গত ১৪ সেপ্টেম্বর একাদশ এবং দ্বাদশেরও নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ সেই পরীক্ষারও মডেল উত্তরপত্র একই ভাবে প্রকাশ করবে কমিশন৷ আগামী ২০ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের মডেল উত্তরপত্র প্রকাশিত হওয়ার কথা৷