TRENDING:

SSC recruitment Case: অবশেষে প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকা! ১৮০৪ জনের নাম, রোল নম্বর-সহ সামনে আনল এসএসসি

Last Updated:

SSC recruitment Case tainted list: অবশেষে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল এসএসসি। দীর্ঘ প্রতীক্ষার পরে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হল। কী কারণে কতজনের চাকরি বাতিল হয়ে নাম সমেত তা উল্লেখ করা হয়েছে তালিকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অবশেষে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল এসএসসি। দীর্ঘ প্রতীক্ষার পরে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হল। কী কারণে কতজনের চাকরি বাতিল হয়ে নাম সমেত তা উল্লেখ করা হয়েছে তালিকায়।
তালিকা প্রকাশ
তালিকা প্রকাশ
advertisement

এসএসসির ওয়েবসাইট অনুযায়ী, ৩৪ পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। নবম-দশমে এবং একাদশ-দ্বাদশে ১৮০৪ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। নাম এবং রোল নম্বর-সহ উল্লেখ করা হয়েছে। স্কুল এবং বিষয়ের নাম নেই, প্রথম তালিকা বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: চিংড়িঘাটা আন্ডারপাস না হলে একটি স্টেশনে না থেমেই চলবে কমলা লাইনের কলকাতা মেট্রো

advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। তার পরে বার বার অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে বলে দাবি তুলে বিক্ষোভ দেখানো হয়েছিল। না হলে চাকরি গেলেও কারা যোগ্য, কারা অযোগ্য তা বোঝা যাচ্ছিল না। তাই আদালতের নির্দেশ মেনে, সমস্ত নিয়ম মেনেই প্রকাশ করা হল তালিকা। নামের আদ্যক্ষর অনুযায়ী অযোগ্য প্রার্থীদের নাম উল্লেখ করা হয়েছে এসএসসির ওয়েবসাইটে।

advertisement

আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! পুলিশের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ তেলের ট্যাংকারের, র*ক্তে ভাসল রাস্তা

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছিল এসএসসিকে, সাত দিনের মধ্যে অযোগ্য বা দাগী প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে বলে জানা গিয়েছিল। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন জানিয়েছিলেন শনিবারের মধ্যেই তালিকা প্রকাশের চেষ্টা করা হচ্ছে। যদিও ১৯০০ অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশের কথা বলা হলেও ১৮০৪ জনের তালিকা কেন প্রকাশিত হল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি এটিকে প্রথম তালিকা হিসাবে উল্লেখ করার ফলে প্রশ্ন আরও তালিকা বেরোবে কি না।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC recruitment Case: অবশেষে প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকা! ১৮০৪ জনের নাম, রোল নম্বর-সহ সামনে আনল এসএসসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল