TRENDING:

বিএড পাশ করে দীর্ঘকালের অপেক্ষা, টিউশন পরিয়ে দিন গুজরান... অবশেষে পরীক্ষায় বসলেন সুন্দরবনের যুবক

Last Updated:

এসএসসি পরীক্ষা ঘিরে আজ সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি। লালবাজারের তরফে কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তা ও নিরাপত্তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এসএসসির কন্ট্রোল রুম চালু ৮ টা থেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০১৬ তে বিএড করেছেন সুন্দরবনের পাথরপ্রতিমার বছর ৪০-এর যুবক জয়দীপ দাস। বিএড করার পর থেকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে এসেছেন এসএসসির। কিন্তু দীর্ঘদিন ধরে এসএসসি না হওয়ায বাড়িতে টিউশন পরিয়ে সংসার চালাতে হচ্ছে। ছোট থেকেই স্বপ্ন শিক্ষক হওয়ার। শিক্ষক হওয়ার জন্যই বিএড করেছিলেন। অবশেষে পরীক্ষা হলেও উদ্বেগ থাকছে, জয়দীপের মধ্যে। বাংলা বিষয়ে শিক্ষকতা করতে চান।
প্রতীকী ছবি, এসএসি শুরুর আগের মুহূর্ত
প্রতীকী ছবি, এসএসি শুরুর আগের মুহূর্ত
advertisement

এসএসসি পরীক্ষা ঘিরে আজ সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি। লালবাজারের তরফে কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তা ও নিরাপত্তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এসএসসির কন্ট্রোল রুম চালু ৮ টা থেকেই।

আরও পড়ুনঃ আমেরিকায় দারিদ্র্যের দিন শুরু! ডোনাল্ড ট্রাম্পের জন্য আরও এক ধাক্কা!  নতুন রিপোর্টে ব্যাপক চাঞ্চল্য! 

advertisement

দৃষ্টিহীন হয়েও শিক্ষার আলো দিচ্ছেন নীলরতন! ছাত্র-ছাত্রীদের প্রিয় এই শিক্ষক যেন সমাজের কাছে হয়ে উঠেছেন দৃষ্টান্ত

কমিশনের সদর দফতরকেও সকাল থেকে নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে। কলকাতা পুলিশ ও বিধাননগর সিটি পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।

  • এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩,১৯,৯১৯ জন
  • মোট কেন্দ্র ৬৩৬ টি, তার মধ্যে কলকাতায় রয়েছে ৪১ টি কেন্দ্র
  • advertisement

  • সকাল ৮:৩০-৯টার মধ্যে কমিশন থেকে ১৪টি গাড়িতে প্রশ্নপত্র পৌঁছে যাবে কলকাতার কেন্দ্রে।
  • প্রতিটি গাড়ির সঙ্গে থাকবেন কলকাতা পুলিশের কনস্টেবল, অফিসার।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
বিএড পাশ করে দীর্ঘকালের অপেক্ষা, টিউশন পরিয়ে দিন গুজরান... অবশেষে পরীক্ষায় বসলেন সুন্দরবনের যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল