TRENDING:

প্রতি ঘরে ক্যামেরা, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি! কড়া নিরাপত্তায় পরীক্ষার প্রস্তুতি মালদহে

Last Updated:

পাশাপাশি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রেও হবে পরীক্ষা। পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্য়াডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে তৎপর কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ মালদহে। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। মালদহে ৪৪টি পরীক্ষা কেন্দ্রে এসএসসির নবম- দশম পরীক্ষায় বসছে ২২ হাজার ৭৭০ জন। সকাল দশটার মধ্যে সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বলা হয়েছে।
News18
News18
advertisement

প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে কড়া পুলিশি নজরদারি। প্রতি ঘরে ক্যামেরার বন্দোবস্ত, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি স্কুলে দাগি পরীক্ষার্থী অর্থাৎ যাঁরা পরীক্ষায় বসতে পারবেন না, তাঁদের তালিকা আলাদা ভাবে পাঠানো হয়েছে। মালদহ শহর, পুরাতন মালদহ, এবং মহকুমা শহর চাচলে নেওয়া হবে এসএসসির পরীক্ষা। এর পাশাপাশি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রেও হবে পরীক্ষা। পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্য়াডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে তৎপর কমিশন।

advertisement

আরও পড়ুনরাতের অন্ধকারে সশস্ত্র গোষ্ঠীর ভয়ঙ্কর হামলা! পরপর গুলি, মুহূর্তে মৃত্যু ৬৩ জনের! চারিদিকে ছড়িয়ে পড়ে মৃতদেহ

এসএসসি পরীক্ষা ঘিরে আজ সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি। লালবাজারের তরফে কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তা ও নিরাপত্তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এসএসসির কন্ট্রোল রুম চালু ৮ টা থেকেই।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
প্রতি ঘরে ক্যামেরা, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি! কড়া নিরাপত্তায় পরীক্ষার প্রস্তুতি মালদহে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল