আরও পড়ুনঃ ৭ দিনে ‘স্লিম ও ট্রিম’! গলবে পেটের মেদ! রোজ টক দইয়ের সঙ্গে মিশিয়ে খান এই ৩ মশলা
সোমবার সকালে দুই সদস্যের প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। এদিনই তারা সুপ্রিম কোর্টে ও এম আর-এর মিরর ইমেজ কপি প্রকাশ এবং সুপ্রিম কোর্টের ইতিমধ্যে যারা অযোগ্য বলে বিবেচিত তাদেরকে অবিলম্বে টার্মিনেশনের দাবিতে সুপ্রিম কোর্টে পৃথক মামলা করার জন্য দিল্লি উড়ে গেলেন। একইসঙ্গে তাদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চান বলে জানিয়েছেন সুমন বিশ্বাস। নিজেদের মধ্যেই তৈরী হচ্ছিল মনমালিন্য। তাই এবার ‘আমরা যোগ্য শিক্ষক’ এই দাবি নিয়ে তৈরী হয়েছিল আন্দোলনের নতুন দল।
advertisement
চাকরিহারা শিক্ষকদের এই নতুন দলের নেতৃত্বে রয়েছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। ১৫ তারিখের পর ১৬ তারিখ বিকাশভবনের সামনে চাকরিহারা শিক্ষকেরা বিভিন্ন রাজনীতিক ব্যক্তিত্ব স্বাগত জানিয়েছিলেন। তাঁরা বলেছেন যে কেউ তাদের আন্দোলনে আসতে পারে তবে রাজনৈতিক দলের পতাকা ছাড়া। সেই মতো মঞ্চে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাইক্রোফোন হাতে নেই সেই কথা ঘোষণা করেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। ওখানেই দ্বন্দ্ব আরও প্রকোট হয় চাকরিহারাদের মধ্যে।
শুভেন্দু অধিকারী আগে বক্তব্য রাখবেন নাকি অন্যরা তা নিয়েও বচসা বাধে। প্রথম থেকেই চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের বক্তব্য ছিল আমরা চাই বিরোধী দলনেতার দৃষ্টি আকর্ষণ করতে। তিনি রাজ্য সরকারকে চাপ দিলে আমরা আমাদের চাকরি ফিরে পাব। তবে সুমনের এই দাবি মানতে রাজি ছিলেন না যোগ্য শিক্ষক-শিক্ষিকার অধিকার মঞ্চের সদস্যরা। তাই এবার আলাদা পথে আন্দোলন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসদের।