আজ, অবশেষে পরীক্ষা হচ্ছে। তবু উৎকণ্ঠা কাটছে না তাঁর। সাহিদার প্রশ্ন, “পরীক্ষা তো হল, কিন্তু ফলাফল কি সঠিকভাবে প্রকাশ হবে? আবার দুর্নীতির কালো ছায়া নামবে না তো?”
আমেরিকায় দারিদ্র্যের দিন শুরু! ডোনাল্ড ট্রাম্পের জন্য আরও এক ধাক্কা! নতুন রিপোর্টে ব্যাপক চাঞ্চল্য!
advertisement
শুধু সাহিদা নন, এই দুশ্চিন্তায় ভুগছেন হাজারো পরীক্ষার্থী। প্রায় নয় বছর পর হচ্ছে এসএসসি পরীক্ষা। ফলে প্রতিযোগিতা এবার আগের তুলনায় অনেক বেশি। বজবজ থেকে আসা পরীক্ষার্থী সুজন মণ্ডল জানালেন, “দীর্ঘদিন পরীক্ষা না হওয়ায় সুযোগ অনেকটা কমে গেছে। আমাদের ওপর চাপও বেড়েছে। যদি প্রতিবছর পরীক্ষা হতো, তবে এই পরিস্থিতি তৈরি হতো না। বহু ছাত্রছাত্রী বিএড করেছেন, তাঁরা সবাই এই এক পরীক্ষার দিকেই তাকিয়ে থাকেন। তাই নিয়মিত পরীক্ষা হওয়া অত্যন্ত জরুরি।”
শিক্ষক হওয়ার স্বপ্নে ভর করে এগিয়ে চলা তরুণ-তরুণীদের কাছে এই পরীক্ষা শুধু একটা প্রতিযোগিতা নয়—এ যেন জীবনের মোড় ঘোরানো লড়াই।