চিহ্নিত করে তার জন্য আলাদা খামে সেই ও এম আর শিট কে রাখতে হবে। সেই খামে লিখতে হবে “উত্তর ব্যতীত অন্য জিনিস লেখা”। প্রয়োজনে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল পর্যন্ত করতে পারে স্কুল সার্ভিস কমিশন।
আরও পড়ুন: কংগ্রেস ও আরজেডির মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মা’কে কটুক্তি! বৃহস্পতিবার বিহার বনধের ডাক দিল এনডিএ
advertisement
জেলায় জেলায় গাইডলাইন পাঠালো লিখিত পরীক্ষা নিয়ে স্কুল সার্ভিস কমিশন। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগের লিখিত পরীক্ষা নেবে।
২০১৬ সালের নিয়োগ দুর্নীতির অভিযোগে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট। এদের মধ্যে ১৭,২০৬ জন শিক্ষক শিক্ষিকা। যার মধ্যে ১৫ হাজার ৪০৩ জনকে ‘যোগ্য’ বলে চিহ্নিত করেছে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ প্রায় ১৮০০ চাকরিপ্রার্থীর অ্যাডমিট কার্ড খারিজের পথে হাঁটছে এসএসসি।