TRENDING:

SSC Exam: বড় ঘোষণা! OMR শিটে এই কাজ করলেই বাতিল হবে পরীক্ষা, প্রশ্নের মুখে পড়বে দায়িত্বে থাকা আধিকারিকারও

Last Updated:

SSC Exam: নির্দিষ্ট উত্তর দেওয়ার বদলে ও এম আর শিটে কোনরকম অশ্লীল বক্তব্য, কোন ছবি আঁকা, বা এমন কিছু সিম্বল দিলে সঙ্গে সঙ্গে সেই ওয়েমারকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার ঘরের দায়িত্বে থাকা আধিকারিকদের ও শিক্ষক - শিক্ষিকাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নির্দিষ্ট উত্তর দেওয়ার বদলে ও এম আর শিটে কোনরকম অশ্লীল বক্তব্য, কোন ছবি আঁকা, বা এমন কিছু সিম্বল দিলে সঙ্গে সঙ্গে সেই ওয়েমারকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার ঘরের দায়িত্বে থাকা আধিকারিকদের ও শিক্ষক – শিক্ষিকাদের।
News18
News18
advertisement

চিহ্নিত করে তার জন্য আলাদা খামে সেই ও এম আর শিট কে রাখতে হবে। সেই খামে লিখতে হবে “উত্তর ব্যতীত অন্য জিনিস লেখা”। প্রয়োজনে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল পর্যন্ত করতে পারে স্কুল সার্ভিস কমিশন।

আরও পড়ুন: কংগ্রেস ও আরজেডির মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মা’কে কটুক্তি! বৃহস্পতিবার বিহার বনধের ডাক দিল এনডিএ

advertisement

জেলায় জেলায় গাইডলাইন পাঠালো লিখিত পরীক্ষা নিয়ে স্কুল সার্ভিস কমিশন। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগের লিখিত পরীক্ষা নেবে।

২০১৬ সালের নিয়োগ দুর্নীতির অভিযোগে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট। এদের মধ্যে ১৭,২০৬ জন শিক্ষক শিক্ষিকা। যার মধ্যে ১৫ হাজার ৪০৩ জনকে ‘যোগ্য’ বলে চিহ্নিত করেছে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ প্রায় ১৮০০ চাকরিপ্রার্থীর অ্যাডমিট কার্ড খারিজের পথে হাঁটছে এসএসসি।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Exam: বড় ঘোষণা! OMR শিটে এই কাজ করলেই বাতিল হবে পরীক্ষা, প্রশ্নের মুখে পড়বে দায়িত্বে থাকা আধিকারিকারও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল