Abuse Word For Narendra Modi Mother: কংগ্রেস ও আরজেডির মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মা'কে কটুক্তি! বৃহস্পতিবার বিহার বনধের ডাক দিল এনডিএ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Abuse Word For Narendra Modi Mother: সম্প্রতি, বিহারের দারভাঙ্গায় কংগ্রেসের ভোটার অধিকার যাত্রার সময়, প্রধানমন্ত্রী মোদির মাকে গালিগালাজ করা হয়েছিল। রাহুল গান্ধি এবং তেজস্বী যাদবের জন্য নির্ধারিত মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে অশ্রাব্য কথা বলে অপমান করা হয়েছিল।
পটনাঃ সম্প্রতি, বিহারের দারভাঙ্গায় কংগ্রেসের ভোটার অধিকার যাত্রার সময়, প্রধানমন্ত্রী মোদির মাকে গালিগালাজ করা হয়েছিল। রাহুল গান্ধি এবং তেজস্বী যাদবের জন্য নির্ধারিত মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে অশ্রাব্য কথা বলে অপমান করা হয়েছিল। সেই প্রতিবাদে এনডিএ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪ তারিখে পাঁচ ঘণ্টার ‘বিহার বনধ্’ ডেকেছে। এনডিএ জোটের সব দল মিলে এই বনধে্র ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই বনধ্।
advertisement
advertisement
স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিহারের মহিলাদের জন্য সাশ্রয়ী মূল্যে অর্থের সহজলভ্যতা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী ডিজিটালি এই সমবায়ের উদ্বোধন করেন। তাঁর ভাষণে তিনি তাঁর মায়ের প্রতি হওয়া অশ্রাব্য কথার নির্যাতনের কথা উল্লেখ করেন। অপমানের বদলা এবার মঞ্চ থেকেই নিলেন মোদি৷ প্রধানমন্ত্রী মোদি আবেগপ্রবণ হয়ে বলেন যে কংগ্রেস এবং আরজেডির মঞ্চ থেকে তাঁর মাকে গালি দেওয়া হয়েছে। তিনি বলেন যে এটি তাঁর মায়ের অপমান নয়, বরং দেশের প্রতিটি মা, বোন এবং কন্যার অপমান।
advertisement
মায়ের কথা বলতে বলতে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। ভোজপুরি ভাষায় তিনি বলেন, বিহারে দেবতা ও পূর্বপুরুষদের চেয়ে মায়ের স্থান বেশি হওয়া উচিত। তিনি বলেন, আমার মা দারিদ্র্য দেখেছেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘মা আমাদের পৃথিবী… মা আমাদের আত্মসম্মান। কয়েকদিন আগে সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী এই বিহারে যা ঘটেছিল তা আমি কল্পনাও করিনি। বিহারের মানুষও এটা কল্পনা করেনি। বিহারে আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে গালি দেওয়া হয়েছিল… এই গালিগুলি কেবল আমার মায়ের অপমান নয়… এগুলি দেশের মা, বোন এবং কন্যাদের অপমান।’’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 8:57 PM IST