- কেন্দ্রে নিরাপত্তা: প্রতিটি কেন্দ্রে একজন সাব-ইন্সপেক্টরের তত্ত্বাবধানে ৬-৭ জন পুলিশ মোতায়েন থাকবেন। কোথাও কোথাও ৮ জন পর্যন্ত পুলিশ থাকবেন। মহিলা পুলিশও থাকবেন কেন্দ্রে।
- ট্রাফিক নিয়ন্ত্রণ: রাস্তায় সার্জেন্ট সহ ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।
- সহায়তা পরিষেবা: পরীক্ষার্থীদের প্রয়োজনে দ্রুত সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে ১০০ ডায়ালে ফোন করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে।
- উচ্চপদস্থ কর্তাদের নজরদারি: ডিসি থেকে শুরু করে শীর্ষ পদস্থ পুলিশ আধিকারিকরাও থাকবেন গোটা পরিস্থিতি পর্যবেক্ষণে।
advertisement
advertisement
কমিশনে নিরাপত্তা
কমিশনের সদর দফতরকেও সকাল থেকে নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে। কলকাতা পুলিশ ও বিধাননগর সিটি পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।
- এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩,১৯,৯১৯ জন।
- মোট কেন্দ্র ৬৩৬ টি, তার মধ্যে কলকাতায় রয়েছে ৪১ টি কেন্দ্র।
- সকাল ৮:৩০-৯টার মধ্যে কমিশন থেকে ১৪টি গাড়িতে প্রশ্নপত্র পৌঁছে যাবে কলকাতার কেন্দ্রে।
- প্রতিটি গাড়ির সঙ্গে থাকবেন কলকাতা পুলিশের কনস্টেবল, অফিসার ও সিপাই।
advertisement
সকাল ১০টার মধ্যে একসঙ্গে কেন্দ্রে পৌঁছে যাবেন পরীক্ষার্থীরাও।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 8:26 AM IST