২০২৫ সালের ১ জানুয়ারির হিসাবে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে নিয়োগের জন্য। এ ছাড়া, তফসিলি জাতি, জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আরও পড়ুন: এসএসসির লিখিত পরীক্ষার স্বচ্ছতায় বিশেষ ভাবনা, বিশেষজ্ঞ দিয়ে মডেল উত্তরপত্র যাচাই করে তবেই ফলপ্রকাশ
চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের পর এক বছর মেয়াদ থাকবে প্যানেলের। এসএসসি প্রয়োজন মনে করলে রাজ্যের অনুমতি সাপেক্ষে সেই প্যানেলের মেয়াদ আরও ছ’মাস বাড়াতে পারে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর আরও দু’বছর এসএসসিকে ওএমআর শিট সংরক্ষণ করে রাখতে হবে। ওএমআর শিটের স্ক্যান কপি দশ বছর সংরক্ষণ করে রাখতে হবে। নিয়োগবিধিতে জানাল রাজ্য।
advertisement
আরও পড়ুন: ‘ওই মহিলাকে মেরে দাও’! হাসপাতালে ভর্তি করোনা রোগীকে মেরে ফেলার নির্দেশ ডাক্তারের, ভাইরাল অডিও ক্লিপ
বৃহস্পতিবার প্রকাশিত নিয়োগবিধিতে উচ্চ প্রাথমিক অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার কথাও উল্লেখ রয়েছে। বিধি অনুসারে, উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য আগের মতো এখনও টেট পাশ বাধ্যতামূলক। টেটের প্রাপ্ত নম্বরের সর্বাধিক গুরুত্ব থাকবে সর্বোচ্চ ৪০ নম্বরের। লিখিত পরীক্ষা নেওয়া হবে ২৫ নম্বরের। ইন্টারভিউয়ের জন্য ১৫ নম্বর বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া ক্লাস নেওয়ার দক্ষতার উপর ও শিক্ষকতার অভিজ্ঞতার জন্য সর্বোচ্চ পাঁচ নম্বর করে বরাদ্দ হয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়