TRENDING:

SSC Calcutta High Court: SSC 'বদলি' মামলায় নয়া নির্দেশ আদালতের! 'সিঙ্গেল টিচার' বদলিতে এবার আশার আলো

Last Updated:

SSC Calcutta High Court: ৪ সপ্তাহের মধ্যে বিকল্প শিক্ষক বাছাইয়ের সময় নির্দিষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এসএসসি বদলি মামলায় নতুন নির্দেশ। ডিআই কে বিষয় ভিত্তিক একজন শিক্ষকের ক্ষেত্রে বিকল্প শিক্ষক খুঁজে করতে নির্দেশ আদালতের। ৪ সপ্তাহের মধ্যে বিকল্প শিক্ষক বাছাইয়ের সময় নির্দিষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট (SSC Calcutta High Court)। হাইকোর্টের নির্দেশ দক্ষিণ দিনাজপুর জেলার জন্য দেওয়া হলেও। বিচারপতি রাজাশেখর মান্থার এই নির্দেশে পরোক্ষে উপকৃত হবেন রাজ্যের অনেক শিক্ষকই।
এসএসসি: বদলির নয়া নির্দেশ হাইকোর্টের 
 প্রতীকী ছবি।
এসএসসি: বদলির নয়া নির্দেশ হাইকোর্টের প্রতীকী ছবি।
advertisement

কেন এমন ভাবনা?  দক্ষিণ দিনাজপুরের হজরতপুর জুনিয়র হাই স্কুলের শিক্ষিকা শিপ্রা মণ্ডল। বিদ্যালয়ে সাকুল্যে ছাত্র-ছাত্রী সংখ্যা ১৪৬।  রয়েছেন মোট ৪জন শিক্ষক। ইতিহাসের শিক্ষক হিসেবে এই স্কুলে কাজ করেন শিপ্রা দেবী। গত ২৩ মার্চ থেকে বদলির বিষয়টি মুলতবি  হয়ে রয়েছে। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।  বিচারপতি রাজশেখর মান্থা বেঞ্চে তিনি মামলা করেন। তাঁর অভিযোগ  সিঙ্গেল টিচার অর্থাৎ একজন মাত্র ইতিহাসের শিক্ষক থাকায় তাঁর বদলি বিষয়টি দীর্ঘদিন আটকে রয়েছে।

advertisement

আরও পড়ুন : ভয় বাড়াচ্ছে ৩ জেলা! লাফিয়ে চড়ছে করোনার পারদ! কোভিড গ্রাফে সিঁদুর মেঘ দেখছে বাংলা

অভিযোগ, "স্কুল সার্ভিস কমিশন (School Service Commission), দক্ষিণ দিনাজপুর জেলা স্কুল পরিদর্শককে জানিয়েও কোনও সুফল হয়নি তাই আদালতের দ্বারস্থ হওয়া।" সব পক্ষের সকল জবাব শুনে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে পরামর্শ করে জেলা পরিদর্শক (এসই), দক্ষিণ দিনাজপুর  আগামী চার সপ্তাহের মধ্যে আবেদনকারীর জায়গায় কাজ করার জন্য বিকল্প শিক্ষক চিহ্নিত করার প্রচেষ্টা চালিয়ে উপযুক্ত পদক্ষেপ করবে (SSC Calcutta High Court)।

advertisement

আরও পড়ুন : রবিবাসরীয় মেজাজে মেয়েকে নিয়ে সময় কাটালেন বাবুল সুপ্রিয়! মেয়ের গান শুনে তারকা বাবার অনবদ্য প্রতিক্রিয়া

অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে অন্য কোনও স্কুলে থাকা ইতিহাসে শিক্ষক এখন এই হজরতপুর জুনিয়ার হাই স্কুলের ইতিহাস শিক্ষক পদে যুক্ত হবেন। এবং এই বিষয়ে (SSC Calcutta High Court) খোঁজখবর নেওয়ার কাজটি করবে স্কুল সার্ভিস কমিশন এবং দক্ষিণ দিনাজপুর জেলা স্কুল পরিদর্শক নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে। শিপ্রা মণ্ডলের আইনজীবী অঞ্জন ভট্টাচার্য জানান, সিঙ্গেল টিচারদের বদলির ক্ষেত্রে রাজ্যজুড়ে অনুরূপ সমস্যা অনেক শিক্ষক শিক্ষিকার। দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে আমার মক্কেলের বদলির বিকল্প শিক্ষক এখন কমিশন এবং জেলা স্কুল পরিদর্শককে দেখতে বলা হয়েছে। এই নির্দেশে আদতে রাজ্যের অনেক জেলায় বদলি চাওয়া সিঙ্গেল টিচারদের  সুবিধা হবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাগরে বসেই মিলবে টাটকা মাল! কেক, প্যাটিস আনতে আর দৌড় নয়
আরও দেখুন

স্কুল শিক্ষক শিক্ষিকাদের বদলির ক্ষেত্রে ঘুষ চাওয়া, বদলির ক্ষেত্রে স্কুল পরিচালন সমিতির সভাপতির ছড়ি ঘোরানো এমনই একাধিক অভিযোগের সাক্ষী কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া পর্যবেক্ষণে সেই ট্রেন্ড এখন অনেকটাই কম।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
SSC Calcutta High Court: SSC 'বদলি' মামলায় নয়া নির্দেশ আদালতের! 'সিঙ্গেল টিচার' বদলিতে এবার আশার আলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল