উচ্চ মাধ্যমিকে রাজ্য তালিকায় প্রথম দশে স্নান স্থান অধিকার না করতে পারলেও, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে জেলাকে গর্বিত করেছে সে। ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় সৌহার্দ্য। জানা গিয়েছে, ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষায় ৬৭২ নম্বর পেয়েছিল সৌহার্দ্য। উচ্চমাধ্যমিকে ৫০০ মধ্যে ৪৮৪ নম্বর পেয়েছে সে। প্রিয় বিষয়গুলির মধ্যে ছিল অঙ্ক, পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা।
advertisement
আরও পড়ুনঃ কেন্দ্রীয় শিক্ষানীতির প্রতিবাদে এসএফআইয়ের অবস্থান কর্মসূচি
সৌহার্দ্য আইআইটি-এর প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। দিন কয়েক পরেই রয়েছে তার প্রবেশিকা পরীক্ষা। তবে রাজ্য জয়েন্টে চতুর্থ স্থান অধিকার করায় গর্বিত তার বাবা-মাও। বাবা প্রণব দন্ডপাট জানিয়েছেন, ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিল সে। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর ছেলের পড়াশুনাতেও সময় দিতেন তিনি। ছেলের ইচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে আইআইটিতে পড়বার। সেই মতো প্রস্তুতিও নিচ্ছে সে। তবে রাজ্যের জয়তে চতুর্থ স্থান অধিকার করায় খুশি জেলাবাসী।
Ranjan Chanda