সুজিত এই বিষয়ে বলে পরিবারের অবস্থা সেভাবে ভাল নয়। কোনওরকমে বাবা দিনমজুরের কাজ করে টাকা পয়সা জোগাড় করতেন, কিন্তু সেভাবে পড়াশোনার জন্য সহযোগিতা পাইনি। তার কারণ একটাই যে দিন আনা দিন খাওয়া পরিবার।
কিন্তু এই রেজাল্টের পেছনে স্কুল থেকে প্রচুর সহযোগিতা পেয়েছিলাম এমনকী বিনা পারিশ্রমিকে শিক্ষকেরা পড়িয়েছেন। তাই হয়তো মেধা তালিকায় স্থান অর্জন করতে পেরেছি।তার ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু বাড়িতে টাকা পয়সার অভাবে পারবে কি সুজিত তার লক্ষ্য পূরণ করতে?
advertisement
অন্যদিকে তার মা এবং বাবা বলেন ছোট থেকেই ছেলে পড়াশোনাতে ভাল ছিল কিন্তু লোকের দোকানে কাজ করে যেটুকু পয়সা উপার্জন করতাম তাও সংসারে কাজে লেগে যেত এবং ছেলেকে সেভাবে পড়াশোনায় সহযোগিতা করতে পারতাম না। সুজিত সম্পূর্ণ নিজের আগ্রহে এই ফল করেছে।তার রেজাল্ট বেজয় খুশি বলে জানিয়েছেন।
Suvojit Ghosh





