আরও পড়ুন- রাতের আকাশে প্রবল 'উল্কাবৃষ্টি'! ভারতে বিরল এই মহাজাগতিক দৃশ্যের ভিডিও ভাইরাল
মোট পরীক্ষার্থী ছিলেন ৬৬০১৭ জন। উত্তীর্ণ হয়েছেন ৪৭৯৪ জন পরীক্ষার্থী। যদিও গতবারের তুলনায় উত্তীর্ণের সংখ্যা অনেকটাই বেড়েছে। একাধিক পড়ুয়া সমসংখ্যক নম্বর পেয়েছে বলেই দাবি কমিশনের। কমিশন সূত্রে খবর, পরিবেশ বিজ্ঞানের সবথেকে বেশি কাট অফ হয়েছে। সব থেকে কম কাট অফ হয়েছে নেপালি ভাষায়। সব থেকে বেশি পাশ করেছেন সাঁওতালি ও উর্দু ভাষায়। এই দুই ভাষায় পাশের হার ১১ শতাংশ।
advertisement
কমিশন সূত্রে জানানো হয়েছে, নম্বরের নিরিখে সব থেকে বেশি পাশ বাংলায়। মোট ৭২৩ জন পাশ করেছেন বাংলাতে। ইতিহাসে ৫২৩ জন, শিক্ষাবিজ্ঞানে পাশ করেছেন ৪৯৯ জন। পাশাপাশি পরবর্তী সেট পরীক্ষা কবে হবে সেই বিষয় দিনক্ষণ ঘোষণা করেছে কলেজ সার্ভিস কমিশন।
আরও পড়ুন: 'আসানসোলে খেলা ভালই জমবে', ফের স্বমেজাজে দাপুটে অনুব্রত মণ্ডল, কেন এমন বললেন?
কমিশন জানিয়েছে চলতি বছরের ২৪ ডিসেম্বর ফের সেট (SET) নেওয়া হবে। অন্যদিকে ইতিমধ্যেই সহকারী অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়াও চলছে। ইতিহাস-সহ একাধিক বিষয়ে ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হয়েছে। সেটের রেজাল্ট বেরোনোর পর এবার সহকারী অধ্যাপক নিয়োগের প্রক্রিয়াতে অনেকটাই গতি আনতে চলেছে কলেজ সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর পরবর্তী সেট (SET) নেওয়ার আগেই সহকারী অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া কার্যত শেষ করতে চায় কলেজ সার্ভিস কমিশন।