TRENDING:

SET: রেকর্ড সময়ে সেট-এর ফলপ্রকাশ, পরবর্তী সেট ২৪ ডিসেম্বর, জানুন বিস্তারিত

Last Updated:

SET Exam: এবছর সেট পরীক্ষা দিয়েছিলেন ৬৬০১৭ জন পরীক্ষার্থী। মোট উত্তীর্ণ হয়েছেন ৪৭৯৪ জন পরীক্ষার্থী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রেকর্ড সময়ে এবার  সেট (SET)-এর ফল প্রকাশ করল কলেজ সার্ভিস কমিশন (College Service Commission)। শনিবার সন্ধ্যার পর থেকেই আবেদনকারী ছাত্রছাত্রীরা ওয়েবসাইট মারফত ফলাফল দেখতে শুরু করে বলেই কমিশন সূত্রে খবর। কমিশন সূত্রে আরও খবর, ১০ সপ্তাহের মধ্যেই  ফল প্রকাশ করা হল সেটের (SET)। যা কার্যত নজিরবিহীন বলেই দাবি কমিশনের কর্তাদের। মোট ৩৩টি বিষয়ের জন্য পরীক্ষা নেওয়া হয়। যার মধ্যে কয়েকটি নতুন বিষয় এবারেই যুক্ত হয়েছে।
সেটের ফলপ্রকাশ
সেটের ফলপ্রকাশ
advertisement

আরও পড়ুন- রাতের আকাশে প্রবল 'উল্কাবৃষ্টি'! ভারতে বিরল এই মহাজাগতিক দৃশ্যের ভিডিও ভাইরাল

মোট পরীক্ষার্থী ছিলেন ৬৬০১৭ জন। উত্তীর্ণ হয়েছেন ৪৭৯৪ জন পরীক্ষার্থী। যদিও গতবারের তুলনায় উত্তীর্ণের সংখ্যা অনেকটাই বেড়েছে।  একাধিক পড়ুয়া সমসংখ্যক নম্বর পেয়েছে বলেই দাবি কমিশনের। কমিশন সূত্রে খবর, পরিবেশ বিজ্ঞানের সবথেকে বেশি কাট অফ হয়েছে। সব থেকে কম কাট অফ হয়েছে নেপালি ভাষায়। সব থেকে বেশি পাশ করেছেন সাঁওতালি ও উর্দু ভাষায়। এই দুই ভাষায় পাশের হার ১১ শতাংশ।

advertisement

কমিশন সূত্রে জানানো হয়েছে, নম্বরের নিরিখে সব থেকে বেশি পাশ বাংলায়। মোট ৭২৩ জন পাশ করেছেন বাংলাতে। ইতিহাসে  ৫২৩ জন,  শিক্ষাবিজ্ঞানে পাশ করেছেন ৪৯৯ জন। পাশাপাশি পরবর্তী সেট পরীক্ষা কবে হবে সেই বিষয় দিনক্ষণ ঘোষণা করেছে কলেজ সার্ভিস কমিশন।

আরও পড়ুন: 'আসানসোলে খেলা ভালই জমবে', ফের স্বমেজাজে দাপুটে অনুব্রত মণ্ডল, কেন এমন বললেন?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কমিশন জানিয়েছে চলতি বছরের ২৪ ডিসেম্বর ফের সেট (SET) নেওয়া হবে। অন্যদিকে ইতিমধ্যেই সহকারী অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়াও চলছে। ইতিহাস-সহ একাধিক বিষয়ে ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হয়েছে। সেটের রেজাল্ট বেরোনোর পর এবার সহকারী অধ্যাপক নিয়োগের প্রক্রিয়াতে অনেকটাই গতি আনতে চলেছে কলেজ সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর পরবর্তী সেট (SET) নেওয়ার আগেই সহকারী অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া কার্যত শেষ করতে চায় কলেজ সার্ভিস কমিশন।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SET: রেকর্ড সময়ে সেট-এর ফলপ্রকাশ, পরবর্তী সেট ২৪ ডিসেম্বর, জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল