TRENDING:

Primary teacher recruitment: বড় খবর! আজ প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ

Last Updated:

২৫০ও বেশি আবেদনকারী কে এ দিন ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই দিয়েছে পর্ষদ।প্রথম পর্যায়ে গত ২৭ ডিসেম্বর ইন্টারভিউ নেওয়া হয়েছে পর্ষদের তরফে। দ্বিতীয় পর্যায়ে আড়াইশোর বেশি আবেদনকারীর ইন্টারভিউ নেবে আজ  প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

সকাল দশটা থেকে এ দিন ইন্টারভিউ শুরু হবে বলেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ। কলকাতা থেকে কেন্দ্রীয়ভাবে হবে এই ইন্টারভিউ। পাশাপাশি গোটা ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফিহবে। এবারেই নজিরবিহীনভাবে দ্বিতীয় পর্যায় থেকে ইন্টারভিউ প্রক্রিয়াতে একাধিক বদল আনছে পর্ষদ।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগে আরও গতি, পঞ্চম দফার ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের

advertisement

যে সমস্ত পরীক্ষকরা ইন্টারভিউ নেবেন তাদের দেওয়া হবে ল্যাপটপ। চাকরিপ্রার্থীদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষকরা সেই নম্বর সরাসরি ল্যাপটপে অনলাইনে পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে পাঠিয়ে দেবেন। অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয়বার নম্বর সংশোধনের সুযোগ থাকবে না পরীক্ষকদের কাছে।

তবে শুধু অ্যাপটিটিউড টেস্টের নম্বরই নয়, বিভিন্ন ডকুমেন্টেশন ভেরিফিকেশনের জন্য যে নম্বর বরাদ্দ থাকে সেই নম্বরও অনলাইনে পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে পৌঁছে যাবে। অর্থাৎ এক্ষেত্রে নম্বর কারচুপি সম্ভাবনা কার্যত থাকবে না বলেই পর্ষদের আধিকারিকদের মত। গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ ভাবে করার জন্য এই উদ্যোগগুলি নেওয়া হয়েছে বলে পর্ষদের আধিকারিকদের দাবি।

advertisement

আরও পড়ুন: 'শিক্ষকতা শুধুই পেশা নয়...'! শিক্ষকদের নিয়ে ধোনির মন্তব্যে মুগ্ধ গোটা বিশ্ব

প্রথম পর্যায়ে ইন্টারভিউয়ের দিনে পেন্সিলের পরিবর্তে পেনে নম্বর দেওয়া হয়েছে যাতে কোনভাবেই নম্বর মোছা না যায়। দ্বিতীয় পর্যায়ে থেকে আরও একধাপ এগিয়ে নম্বর কারচুপি রুখতে এই পদ্ধতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানুয়ারি মাসের মধ্যেই একাধিক পর্যায়ে ইন্টারভিউ নেওয়া হবে বলেই পর্ষদ সূত্রে খবর। তবে আপাতত কলকাতা জেলার জন্য যাঁরা আবেদন করেছেন সেই সমস্ত চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া প্রাথমিকভাবে করে নেওয়া পর্ষদের কাছে চ্যালেঞ্জ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে গতকালই পঞ্চম পর্যায়ে ইন্টারভিউ নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছো প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৬ জেলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের ইন্টারভিউ আগামী ১৬ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নেওয়া হবে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Primary teacher recruitment: বড় খবর! আজ প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল