TRENDING:

School Teachers Transfer: শিক্ষকদের বদলির উৎসশ্রী পোর্টালে আবেদন নেওয়া শুরু, তবে রয়েছে নয়া নিয়ম? বড় আপডেট জানুন

Last Updated:

School Teachers Transfer: শিক্ষকদের বদলির ক্ষেত্রে বড়সড় নিয়মবদল, খবর শিক্ষা দফতর সূত্রে। এখনই জানুন, নয়তো বিপদে পড়বেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পারস্পারিক বদলির ক্ষেত্রে আবেদন নেওয়া শুরু হলে‌ও এখনই হচ্ছে না বদলি। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পরেই আবেদনের ভিত্তিতে বদলির প্রক্রিয়া শুরু করবে সরকার। শিক্ষা দফতর সূত্রে এমনটাই খবর। এ ছাড়াও, পারস্পারিক বদলির ক্ষেত্রে বছরে নির্দিষ্ট সময়ে দু’বার বদলি করা হবে এমন নীতি আনতে চলেছে শিক্ষা দফতর বলেই সূত্রের খবর।
শিক্ষকদের বদলির ক্ষেত্রে বড় নিয়ম
শিক্ষকদের বদলির ক্ষেত্রে বড় নিয়ম
advertisement

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর চালু হয়েছে রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল। ইতিমধ্যে বেশ কিছু আবেদনও জমা পড়েছে। তবে, একাধিক শিক্ষক-শিক্ষা কর্মীর অভিযোগ তারা আবেদন করতে গিয়ে নানা বাঁধার সম্মুখীন হচ্ছেন। তার প্রধান কারণ, নূন্যতম পাঁচ বছরের স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে পারস্পরিক আপস বদলির আবেদন করা যাবে না। যেমন কোনও শিক্ষকের যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে, সে নির্দিষ্ট কোনও স্কুলে বদলির আবেদন করতে চাইছেন কিন্তু সেই স্কুলে পাঁচ বছর অভিজ্ঞতার শিক্ষক না থাকলে পোর্টালে বদলির আবেদন গ্রাহ্য হচ্ছে না।

advertisement

আরও পড়ুন: রাতে শসা খেলে কী হয় শরীরে জানেন? ঠান্ডা লেগে যায় নাকি ওজন কমে? বিশেষজ্ঞের টিপস জানলে চমকে যাবেন

শিক্ষক-শিক্ষাকর্মীদের অভিযোগ, ওই পোর্টালে বদলির আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে, যে-স্কুলের জন্য আবেদন করা হচ্ছে, তার বাইরেও অনেক স্কুলের শূন্য পদের তথ্য চলে আসছে। তাই পারস্পারিক বদলির খেত্রে যাতে কোনও আইনি জটিলতায় না পড়তে হয় সে বিষয় সতর্ক শিক্ষা দফতর। উল্লেখ্য, ২০২৩ সালে সারপ্লাস ট্রান্সফারের উদ্যোগ নিয়েছিল সরকার।শিক্ষা দফতর সূত্র, পূর্বের যে বদলি করা হয়েছিল তা রিভিউ করবে দফতর।

advertisement

আরও পড়ুন: বিকেল হলেই পেটে গ্যাস ভরে যাচ্ছে? মুখ দিয়ে টক উঠছে? ভয়ঙ্কর রোগ থাবা বসাচ্ছে নাকি জানুন

তবে সেখান থেকে পুনরায় বদলি এখনই করা হবে না। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে একটি তালিকাও তৈরি করা হয়েছে। জেলাকেন্দ্রিক আবেদনের ভিত্তিতে বদলি করা যাবে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অসুস্থ বা মেডিক্যাল গ্রাউন্ডে রয়েছেন তাঁদের বদলি গ্রাহ্য হবে না। যাঁদের শিশু ছোট তাঁদেরও বদলির তালিকায় রাখা হবে না। যে সমস্ত প্রার্থীর অবসর সামনেই তাঁদেরও বদলি করা হবে। এমনই বেশ কিছু নীতি আনতে চলেছে শিক্ষা দফতর বলেই সূত্রে এর খবর। যদিও এই বিষয়ে শিক্ষা দফতরের কোনও কর্তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

 সোমরাজ বন্দ্যোপাধ্যায় 

বাংলা খবর/ খবর/শিক্ষা/
School Teachers Transfer: শিক্ষকদের বদলির উৎসশ্রী পোর্টালে আবেদন নেওয়া শুরু, তবে রয়েছে নয়া নিয়ম? বড় আপডেট জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল