১০টা ৫০ পর স্কুলে ঢুকলেই হয়ে যাবে ‘লেট মার্ক’। সকাল ১০:৪০ থেকে সকাল ১০:৫০ পর্যন্ত ১০ মিনিট ধরে হবে প্রার্থনা স্কুলে স্কুলে। এতদিন পর্যন্ত শিক্ষক-শিক্ষিকাদের ১০:৪৫ এর মধ্যে স্কুলে ঢুকলেই হত। আজ থেকে নিয়ম বদল রাজ্যজুড়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য।
আরও পড়ুন- গুরুতর চোট, যন্ত্রণায় কাতরাচ্ছেন অঙ্কুশ! বিছানায় শুয়েই বর্ষবরণ উদযাপন অভিনেতার, হলটা কী?
advertisement
আরও পড়ুন- ‘ট্রিপে যা হয়েছিল…’, কীভাবে দীপঙ্করের কাছাকাছি এলেন দোলন, ফাঁস হতেই তোলপাড়!
১১:১৫ এর পর স্কুলে ঢুকলেই অনুপস্থিতি বলে গণ্য হবে। সপ্তাহে ৩২ ঘন্টা ক্লাস নিতেই হবে প্রত্যেকটি স্কুলকে। বিকেল ৪.৩০ এর আগে কোনও শিক্ষক-শিক্ষিকা বা অশিক্ষক কর্মী স্কুল থেকে বেরোতে পারবেন না। নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। আজ থেকে শুরু হচ্ছে রাজ্যজুড়ে নয়া শিক্ষাবর্ষ।
‘এটা খুব দুর্ভাগ্যজনক শিক্ষকরা সময়ে আসছেন না।di রা আছেন প্রতিটা জেলায়।নিশ্চয়ই তারা দেখবেন।আমাদের কাছে অভিযোগ এলে আমরা নিশ্চয়ই জানতে চাইবো।’বললেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষক-শিক্ষিকাদের জন্য লেট মার্কের সময়টা বাড়িয়েছি। যাতে শিক্ষক-শিক্ষিকারা এসে অন্তত দ্বিতীয় ক্লাসটা নিতে পারে।’
