আরও পড়ুন - কলকাতায় হঠাৎই প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা! সপ্তাহ শেষে আমূল পাল্টে যেতে পারে আবহাওয়া
এর আগেই ঘোষণা করা হয়, এসএসসি-তে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার। মোট ৫২৬১টি শূন্যপদ তৈরি করে রাজ্য সরকার। তার সঙ্গে শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পদ যুক্ত হয়েছে। এই শূন্যপদগুলি ২০১৬-এ নিয়োগ প্রক্রিয়ার সময় তৈরি হওয়া প্যানেলগুলির জন্য তৈরি করেছে রাজ্য সরকার। অর্থাৎ যে পদগুলি নিয়ে নানা সময়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলির ক্ষেত্রেই এই শূন্যপদ তৈরি করা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন, ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াতে, আমাদের সরকার সবসময়ই মানবিক, তাই আমার এই সিদ্ধান্ত নিয়েছি।
advertisement
আরও পড়ুন : ৪ ঘণ্টার জেরা শেষে নিজাম প্যালেস ছাড়লেন অনুব্রত! ফের কেন গেলেন এসএসকেএম?
এই সমস্ত অভিযোগের জেরে, যাঁরা যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য এই বিপুল সংখ্যক শূন্যপদ তৈরি করল রাজ্য। এই ৫২৬১টি শূন্যপদ মূলত গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ দ্বাদশের জন্য হবে। বিশেষত, ২০১৯ সালের ১৮ ডিসেম্বর নবম-দশমের প্যানেলের মেয়াদ শেষ হয়, একাদশ-দ্বাদশের প্যানেলেরও সেই সময়ে মেয়াদ শেষ হয়। ওই বছরই ৪ মে গ্রুপ সি ও গ্রুপ ডি-এর প্যানেলের মেয়াদ শেষ হয়। কিন্তু তার পরেও নানা সময়ে নিয়োগ নিয়ে অভিযোগ তৈরি হয়। সেগুলিকে চিহ্নিত করে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার মেয়াদ বাড়িয়ে দেওয়া হল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়