Rain Update: কলকাতায় হঠাৎই প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা! সপ্তাহ শেষে আমূল পাল্টে যেতে পারে আবহাওয়া
- Published by:Uddalak B
Last Updated:
Rain Update: কিছুটা আরব সাগরের অংশে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ভারতের মূল ভূখণ্ড কেরলে সাতাশে-মে বর্ষা ঢুকবে বলে অনুমান আবহাওয়া দফতরের
বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা। দক্ষিণ-পশ্চিম বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বাংলায়। অনুকূল পরিবেশে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আগামী দু-তিন দিন দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং মধ্য বঙ্গোপসাগরের অনেকটা অংশে প্রবেশ করবে। কিছুটা আরব সাগরের অংশে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ভারতের মূল ভূখণ্ড কেরলে সাতাশে-মে বর্ষা ঢুকবে বলে অনুমান আবহাওয়া দফতরের। (তথ্য - বিশ্বজিৎ সাহা)
advertisement
advertisement
দক্ষিণ-পশ্চিম শক্তিশালী বাতাসের কারণে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ও প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামী চার থেকে পাঁচ দিন অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির সর্তকতা অরুণাচল প্রদেশে। আজ মেঘালয়ে প্রবল বর্ষণের সর্তকতা। আজ মিজোরাম ও ত্রিপুরাতেও অতি বর্ষণের সর্তকতা। এই দক্ষিণ-পশ্চিম বাতাসের কারণে বৃষ্টি হবে সিকিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে।
advertisement
আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা কলকাতা। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গেও বাড়ছে কালবৈশাখীর সম্ভাবনা। সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমলেও বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি কোচবিহার এবং আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
advertisement
আরব সাগর থেকে পশ্চিমে বাতাসের প্রভাব। এর ফলে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের প্রবল বর্ষণের সম্ভাবনা। কর্নাটকে অতিবৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রায়ালাসিমাতেও। ভারী বৃষ্টি হবে কেরল ও মাহে। আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু পন্ডিচেরি-সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে।
advertisement
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দু'দিন পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে। কোথাও কোথাও অতি বর্ষণ হতে পারে স্থানীয় ভাবে। এক দিকে যখন বৃষ্টি তখন তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে বেশ কিছু এলাকায়। আগামী দুদিন তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় জম্বু কাশ্মীর-সহ উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে তাপপ্রবাহের পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশে তাপপ্রবাহের সতর্কবার্তা। শুক্রবার তাপপ্রবাহ হতে পারে রাজধানী দিল্লি শহর মধ্যপ্রদেশ এবং পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাটে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে আগামী কয়েকদিন তাপপ্রবাহের সর্তকতা।