ব্যাঙ্কে স্পেশালিস্ট ক্যাডার অফিসার স্তরের কর্মী নিয়োগ করা হবে। পদমর্যাদাগুলি হল– হেড, জোনাল হেড, রিজিয়োনাল হেড, রিলেশনশিপ ম্যানেজার-টিম লিড, ইনভেস্টমেন্ট স্পেশ্যালিটি, ইনভেস্টমেন্ট অফিসার, প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার এবং সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট)। মোট শূন্যপদের সংখ্যা ১০৩।
advertisement
নিযুক্তেরা কলকাতা, নয়া দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু-সহ অন্য শহরে কাজের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে পাঁচ বছর। পরে তাঁদের চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের বার্ষিক বেতনের পরিমাণ ২০ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১ কোটি ৩৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। বিভিন্ন পদে আবেদনের বয়সসীমা ২৫-৩৫ বছর থেকে শুরু করে সর্বাধিক ৩৫-৫০ বছর। প্রতি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি ধার্য করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তি বিশদ জানানো হয়েছে।
সমস্ত পদে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রার্থীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য ৭৫০ টাকা। তবে এ ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তেরা। আগামী ১৭ নভেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

