আরও পড়ুন: মুম্বইয়ের লালবাগচা রাজার প্রথম ঝলক প্রকাশ্যে! গোলাপিতে সুসজ্জিত গণপতি, দেখুন ভিডিও
গত ৮ সেপ্টেম্বর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি ভাষার স্নাতক সম্পূর্ণ করা ছাত্রছাত্রীরা ভাইস চ্যান্সেলরকে একটি আবেদন পত্র জমা দেন। এবং জানানো হয়, ইতিমধ্যেই গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হলেও পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ নেই সাঁওতালি ভাষায়। ব্যবস্থা না নিলে পথ অবরোধ করার কথা জানানো হয় আবেদন পত্রে।
advertisement
১৩ সেপ্টেম্বর উচ্চ শিক্ষা ভবন থেকে চিঠি এসেছে। বিকাশ ভবনের এই চিঠিতে উল্লেখ করা আছে, সেকশন ১৮-এর অধীনে শুরু হবে উচ্চ শিক্ষা। মোট সাতটি বিষয় অনুমোদিত হয়েছে। দর্শন, ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান , অঙ্ক, পদার্থবিদ্যা এবং রসায়ন। অলচিকি ভাষায় করা যাবে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স। প্রতিটি বিষয়ে থাকবে মোট ২০টি করে আসন থাকবে বলে জানান হয়েছে চিঠিতে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষেই শুরু হবে সাঁওতালি ভাষায় পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সগুলি।
নীলাঞ্জন ব্যানার্জী






