আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে বিপুল পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন? জানুন...
advertisement
শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৩৬টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | জম্মু এবং কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশন (Jammu and Kashmir Public Service Commission) |
পদের নাম | সহকারী অধ্যাপক |
শূন্য পদের সংখ্যা | ১৩৬ |
কাজের স্থান | জম্মু এবং কাশ্মীর |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | ইন্টারভিউয়ের ভিত্তিতে |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২৭.০১.২০২২ |
বিশেষ ঘোষণা:
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার পরে প্রার্থীরা তাঁদের আবেদনপত্র এডিট করতে পারবেন। এডিট করার সুবিধা আগামী ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত ধার্য করা হয়েছে। মোট ৩২টি শাখায় সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: আর্মড ফোর্সে প্রচুর পদে কর্মী নিয়োগ! রইল আবেদনের সম্পূর্ণ বিবরণ!
আবেদন ফি:
জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০০ টাকা দিতে হবে। অন্য দিকে সংরক্ষতি ক্যাটেগরির প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে।
নির্বাচন পদ্ধতি:
নির্বাচন শুধুমাত্র ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে হবে। ইন্টারভিউ নেওয়া হবে জেকেপিএসসি-র হেডকোয়ার্টাসে। হেডকোয়ার্টাসের ঠিকানা জম্মুর বক্সী নগর, রেশমঘর কলোনি বা সোলীনা নগরে। উল্লিখিত পদে আবেদনের পূর্বে প্রার্থীদের আবেদনপত্রটি ভালো করে পড়ে নিয়ে তবেই আবেদন করতে হবে।