আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩ জানুয়ারি থেকে। প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ৩০০০ শূন্যপদে নিয়োগ করবে ইনস্যুরেন্স কর্পোরেশন! কীভাবে, কোথায় আবেদন করবেন? জানুন...
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১১৪০৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
শূন্যপদ | সংখ্যা |
টিজিটি আর্টস | ৩৩০৮ |
টিজিটি সায়েন্স | ৩৯১৪ |
হিন্দি শিক্ষক | ১৭৫৩ |
সংস্কৃত শিক্ষক | ১১৮৮ |
তেলুগু শিক্ষক | ২২ |
ফিজিক্যাল এডুকেশন শিক্ষক | ১২১৮ |
আরও পড়ুন: কনসালট্যান্ট পদে নিয়োগ করবে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট, কীভাবে আবেদন করবেন? জানুন...
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ডিরেকটরেট অফ সেকেন্ডারি এডুকেশন, ওড়িশা (Directorate of Secondary Education) |
পদের নাম | ইনিশিয়াল অ্যাপয়েন্টি টিচার |
শূন্যপদের সংখ্যা | ১১৪০৩ |
কাজের স্থান | ওড়িশা |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা ও অন্যান্য |
আবেদন প্রক্রিয়া শুরু | ০৩.০১.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ৩১.০১.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন-https://dseodisha.in/pdf_2022/Advertisement_for_Recruitment_of_Initial_Appointee_Teachers_2021_2022.pdf
আরও পড়ুন: কনসালট্যান্ট পদে নিয়োগ করবে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট, কীভাবে আবেদন করবেন? জানুন...
নির্বাচন পদ্ধতি:
কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। পরবর্তীতে উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
আবেদন ফি:
প্রার্থীদের ৬০০ টাকা আবেদন ফি দিতে হবে তবে এসসি/এসটি ও অন্যান্য সংরক্ষিত বর্গের প্রার্থীদের ৪০০ টাকা আবেদন ফি দিতে হবে। প্রার্থীদের অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি জমা করতে হবে, অন্য কোনও সূত্র মারফত প্রেরিত আবেদন ফি গ্রহণ যোগ্য নয়।