https://rsmssb.rajasthan.gov.in/ -র মাধ্যমে।
RSMSSB কম্পিউটার পদে নিয়োগে শূন্যপদের বিবরণ -
মোট ২৫০ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার মধ্যে -
১. ৭৯ টি শূন্যপদ রয়েছে জেনেরাল ক্যাটেগরির মানুষজনের জন্য
২. ২২ টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশন-এ অন্তর্ভুক্ত মানুষজনের জন্য
৩. ৪৬ টি শূন্যপদ রয়েছে OBC ক্যাটেগরির মানুষজনের জন্য
advertisement
৪. ১১ টি শূন্যপদ রয়েছে EBS ক্যাটেগরির মানুষজনের জন্য
৫. SC -দের জন্য সংরক্ষিত রয়েছে ৩৫ টি শূন্যপদ
৬. ST-দের জন্য সংরক্ষিত রয়েছে ২৬ টি শূন্যপদ
৭. ৩০ টি রয়েছে TSP এলাকার মানুষজনের জন্য
৮. ১ টি শূন্যপদ রয়েছে সাহারিয়ার জন্য
RSMSSB কম্পিউটার পদে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ -
কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ৩ সেপ্টেম্বর, ২০২১-এ
আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ সেপ্টেম্বর, ২০২১ থেকে
আবেদনের শেষ তারিখ ৭ অক্টোবর, ২০২১
আবেদনের পর প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটি কবে নেওয়া হবে সেবিষয়ে এখনও কিছু বলা হয়নি।
RSMSSB কম্পিউটার পদে নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা -
১. গণিত, অর্থনীতি বা স্ট্যাটিসটিক্স -এ ডিগ্রি থাকতে হবে
২. কম্পিউটার-এর কোনও কোর্স করা থাকতে হবে, ডিগ্রি, ডিপ্লোমা বা যেকোনও সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীর কাছে।
RSMSSB কম্পিউটার পদে নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা -
ন্যূনতম ১৮ বছরের প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ হতে পারে।
RSMSSB কম্পিউটার পদে নিয়োগে শূন্যপদে আবেদনের ফি -
আবেদনের জন্য জেনেরাল ক্যাটেগরির প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ৪৫০ টাকা
আবেদনের জন্য BC/EBC (NCL) রাজস্থানের প্রার্থীদের দিতে হবে ৩৫০ টাকা করে
SC, ST বা PWD প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ২৫০ টাকা।
RSMSSB কম্পিউটার পদে নিয়োগে শূন্যপদে আবেদনের প্রক্রিয়া -
১. আবেদনের জন্য প্রথমে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট www.sso.rajasthan.gov.in -এ যেতে হবে
২. জব নোটিফিকেশনে যেতে হবে
৩. রিক্রুটমেন্ট বোতামে ক্লিক করতে হবে
৪. যা যা তথ্য চাওয়া হবে, তা দিতে হবে এবং ছবি আপলোড করতে হবে
৫. দিতে হবে আবেদনের ফি
৬. আবেদন পত্রের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।