তিনি চিঠি দিয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্লকে লোহার গ্রিল বসাতে হবে। যাতে প্রশাসনিক ব্লক সুরক্ষিত থাকে। পাশাপাশি অনুমতি ছাড়া যাতে কেউ না ঢুকতে পারেন প্রশাসনিক ব্লকে সেটা নিশ্চিত করতে বলেছেন তিনি। জানা গিয়েছে, উপাচার্য রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন প্রশাসনিক ভবনের সুরক্ষার জন্য প্রাক্তন সেনাদের কয়েকজনকে নিরাপত্তা রক্ষী হিসেবে নিয়োগ করতে হবে। যাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিরাপত্তা দেখবেন এবং প্রশাসনিক ভবনে যাঁরা কাজ করবেন তাঁদেরও নিরাপত্তা ব্যবস্থা দেখবেন।
advertisement
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, রেজিস্টারকে এও নির্দেশ দেওয়া হয়েছে যাতে উপাচার্যের দফতর প্রথম তলায় নিয়ে যাওয়া হয়। চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন গ্রাউন্ড ফ্লোরে বর্তমানে উপাচার্যের দফতর থাকায় গুরুত্বপূর্ণ তথ্য বাইরে বেরিয়ে যেতে পারে। তাই উপাচার্যের দফতর প্রথম তলায় স্থানান্তর করলে বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজ নজরদারির সঙ্গে করা যাবে।
পাশাপাশি প্রশাসনিক ব্লকে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছেন উপাচার্য। গোটা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ব্লক জুড়ে যাতে সিসিটিভি বসানো হয় এবং সেই কাজ যাতে অবিলম্বে শুরু করা হয়। নির্দেশের অমান্য করলে গুরুত্ব হিসেবে দেখা হবে বলেও নির্দেশ দিয়েছেন উপাচার্য। আগামী ১০ দিনের মধ্যে এই কাজ শেষ করারও নির্দেশ দিয়েছেন তিনি। যদিও এই চিঠির প্রেক্ষিতে রেজিস্ট্রারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন, সংখ্যালঘু সম্প্রদায়ের মন পেতে মোদির নির্দেশ, ‘রাখি-কৌশলে’ আস্থা বঙ্গ বিজেপির
আরও পড়ুন, তাপ বাড়ছে ধূপগুড়িতে! দু’দিনের প্রচারে গেলেন শুভেন্দু, শনিবারই অভিষেক
গত সোমবারই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন উপাচার্য জানিয়েছিলেন তিনি ইতিমধ্যেই রাজ্যপাল তথা আচার্যকে ইমেল করে বিষয়টি জানিয়েছেন যে আপাতত তিনি ক্যাম্পাসে যাবেন না। বাড়ি থেকেই কাজ করবেন তিনি। আপাতত যে নির্দেশগুলি দিয়ে দিয়েছেন সেই নির্দেশগুলি কার্যকর হওয়া না পর্যন্ত তিনি আপাতত বাড়ি থেকেই কাজ চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়