TRENDING:

PwC Senior Associate-Corporate Finance Recruitment 2021: বৃহত্তর অ্যাকাউন্টিং ফার্ম PWC-তে নিয়োগ চলছে, তাও আবার কলকাতায়

Last Updated:

বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল পোর্টালে pwc.in-এ গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বৃহত্তর অ্যাকাউন্টিং ফার্ম প্রাইস ওয়াটার হাউজ কুপারস (PricewaterhouseCoopers)। তাদের কলকাতার স্থানীয় অফিসে সিনিয়র অ্যাসোসিয়েট- কর্পোরেট ফিনান্স (Senior Associate- Corporate Finance) পদের জন্য নিয়োগ প্রক্রিয়া উন্মুক্ত করেছে ওই মাল্টিন্যাশনাল কম্পানি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল পোর্টালে pwc.in-এ গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

PwC Senior Associate- Corporate Finance Recruitment 2021: বিশেষ ঘোষণা

নির্বাচিত প্রার্থীরা সমস্যা সমাধানকারীদের একটি দলের অংশ হিসাবে কাজ করবেন। ব্যবসায়িক স্ট্রাটেজি থেকে শুরু করে কার্যকর জটিল ব্যবসায়িক সমস্যাগুলি সমাধান করতে সহায়তা করবে নির্বাচিত প্রার্থীদের নিয়ে গঠিত এই দল।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: প্রাইস ওয়াটার হাউস কুপারস (PwC)

advertisement

পদের নাম: সিনিয়র অ্যাসোসিয়েট- কর্পোরেট ফিনান্স

শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি

কাজের স্থান: কলকাতা

কাজের ধরন: কিছু জানানো হয়নি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি

শিক্ষাগত যোগ্যতা: সিএ বা সিএ-ইন্টার বা সিএফএ বা এমবিএ বা যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং গবেষণায় দুই বছরের অভিজ্ঞতা

advertisement

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি

PwC Senior Associate- Corporate Finance Recruitment 2021: আবেদনের যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই সিএ বা সিএ-ইন্টার বা সিএফএ বা এমবিএ বা যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং গবেষণায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন- শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আর্মড ফোর্স মেডিক্যাল সার্ভিসে নিয়োগ! আজই আবেদন করুন...

advertisement

নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করার পাশাপাশি নির্বাচিত হলে হলে প্রার্থীদের নিম্নলিখিত দক্ষতা থাকাও আবশ্যিক-

- ক্লায়েন্টের অনুরোধে বিশেষ বিষয়গুলির বিশ্লেষণ এবং অনুমান করা।

- প্রত্যাশা অনুযায়ী কাজ করার ক্ষমতা।

- নতুন রিসার্চ মেথড ডিজাইন করার ক্ষমতা যা পরবর্তীতে গুণমান এবং প্রোডাকশন বাড়াতে সক্ষম হবে।

- ডেটাবেস সম্পর্কে পর্যাপ্ত ধারণা (ক্যাপিটালআইকিউ, থমসনওয়ান ইত্যাদি)

advertisement

- এমএস অফিস প্রোগ্রাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

- কার্যকর মৌখিক এবং লিখিত কমিউনিকেশন দক্ষতা।

- প্রকল্প এবং টাইম ম্যানেজমেন্টের দক্ষতা।

- মাল্টিটাস্কের ক্ষমতা এবং ক্রমাগত পুনর্নির্মাণ করার মানসিকতা থাকতে হবে।

PwC Senior Associate- Corporate Finance Recruitment 2021: আবেদন পদ্ধতি

আবেদনকারীদের উপরে উল্লিখিত ওয়েব পোর্টালের মেইন পেজে যেতে হবে এবং প্রয়োজনীয় বিবরণ সহ প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল বানানো সম্পন্ন হলে প্রার্থীরা সংশ্লিষ্ট চাকরির শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
PwC Senior Associate-Corporate Finance Recruitment 2021: বৃহত্তর অ্যাকাউন্টিং ফার্ম PWC-তে নিয়োগ চলছে, তাও আবার কলকাতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল