উৎকর্ষ বাংলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জানান, “এখানে বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে প্রশিক্ষণার্থীরা বাস্তব কাজের জন্য প্রস্তুত হতে পারে। প্রশিক্ষণ সম্পূর্ণ করার পর তাঁদের উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ করে দিতেই এই ধরনের চাকরি মেলার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন বেসরকারি কোম্পানির সঙ্গে সমন্বয় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের ভবিষ্যৎ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
advertisement
আরও পড়ুন: মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনল পুলিশ! দাউদাউ করে জ্বলছে ট্রাক, জীবন বাজি রেখে চালককে উদ্ধার উস্থিতে
তিনি আরও বলেন, উৎকর্ষ বাংলা কেন্দ্রে যুবক-যুবতীদের বিভিন্ন ধরনের হস্তশিল্পের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারে এবং কাজের সুযোগ পায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উৎকর্ষ বাংলার এই উদ্যোগ পুরুলিয়ার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রচেষ্টার মাধ্যমে জেলার যুবসমাজ আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলেই আশাবাদী সকলে।





