আরও পড়ুন: রাতভর তল্লাশি, বান্ডিল-বান্ডিল ভর্তি টাকা! বালিগঞ্জে আর যা পেল ইডি, বিরাট চমক
আরও পড়ুন: টাকা নয়ছয়ের অভিযোগ, এবার রাজ্যে আসছে ক্যাগ অডিটের বিশেষ দল
গত ১১ ডিসেম্বর প্রাথমিকের টেটের পরীক্ষা নিয়েছিল পর্ষদ৷ প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। মডেল উত্তরপত্র প্রকাশ করে ইতিমধ্যেই পরীক্ষার্থীদের থেকেও মতামত নিয়েছে পর্ষদ। পরীক্ষা নেওয়ার প্রায় ৫৮ দিনের মাথায় পর্ষদ ফল প্রকাশ করতে চলেছে বলে এই সূত্রের খবর।
advertisement
প্রাথমিকে টেট নিয়ে এমনিতেই নানা মহলের আগ্রহ রয়েছে৷ এর আগে নিয়োগ দুর্নীতি নিয়ে বারংবার রাজ্যের রাজনীতি তোলপাড় হয়েছে৷ বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে রাজ্য সরকার৷ তাই নিয়ে আলোচনাও কম হয়নি৷ এর পর পর্ষদের তরফ থেকে বলা হয়েছে স্বচ্ছ্ব হয়েছে এ বারের প্রাথমিকের টেট৷ কোনও রকম অভিযোগ ছাড়াই এ বার নির্বিঘ্নে হয়েছে পরীক্ষা৷